সমাস থেকে কয়েকটি গুরুত্বপুর্ণ ছোটো প্রশ্ন

Nil's Niva
0

সমাস


১. সমাস কাকে বলে? উদাহরণ দাও।

পরস্পর সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের মিলনকে সমাস বলে। যেমন-বিশ্বের মিত্র = বিশ্বামিত্র।

২. সমাস কথার অর্থ কী?

সমাস কথার অর্থ হল  সংক্ষেপ।

৩. সমস্তপদ বা সমাসবদ্ধ পদ কাকে বলে? 

দুই বা তার বেশি পদ মিলিত হয়ে যে পদ গঠিত হয়, তাকে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলে। যেমন-রথকে দেখা =রথদেখা। এখানে 'রথকে' এবং 'দেখা' দুটি পদ মিলিত হয়ে 'রথদেখা' সমাসবদ্ধ পদ গঠন করেছে।

৪. সমস্যমান পদ কাকে বলে?

যে সমস্ত পদের সমন্বয়ে সমাসবদ্ধ পদ গঠিত হয়, সেই সমস্ত পদকে সমস্যমান পদ বলে। যেমন-যিনি রাজা তিনি ঋষি = রাজর্ষি। এখানে 'যিনি', 'রাজা,' 'তিনি', 'ঋষি' চারটি পদ হল সমস্যমান পদ।

৫. ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে?

যে পদগুলির দ্বারা সমাসবদ্ধ পদের অর্থ বিশ্লেষণ করা হয়, তাকে ব্যাসবাক্য বা বিগ্রহ বলে। যেমন-বীণা পাণিতে যাহার = বীণাপাণি। এখানে 'বীণাপাণি' সমাসবন্ধ পদের বিশ্লেষণ করা হয়েছে 'বীণা' 'পাণিতে' 'যাহার' তিনটি পদের সাহায্যে। এই তিনটি পদসমষ্টিকে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বলে।

৬. ব্যাসবাক্যের 'ব্যাস' কথার অর্থ লেখো।

ব্যাসবাক্যের 'ব্যাস' কথার অর্থ হল বিস্তার।

৭. সমাস ও সন্ধির মধ্যে পার্থক্য লেখো।

সমাস ও সন্ধির মধ্যে পার্থক্যগুলি হল-

সমাস

সন্ধি

১) সমাসে পদের সঙ্গে পদের মিলন হয়।

১) সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন হয়।

২) সমাসে প্রতি পদের অর্থ বজায় থাকে না। (ব্যতিক্রম-দ্বন্দ্ব সমাস)।

২) সন্ধিতে প্রতিটি পদেরই অর্থ বজায় থাকে।

৩) সমাসে অধিকাংশ ক্ষেত্রে পূর্বপদের বিভক্তি লোপ পায়।

৩) সন্ধিতে পূর্বপদের বিভক্তি চিহ্ন লোপ পায়।

৪) সমাসে কখনো-কখনো পদের ক্রমের পরিবর্তন ঘটে। যেমন- পথের রাজা = রাজপথ।

৪) সন্ধিতে পদক্রম অক্ষুণ্ণ থাকে।

 

৮. দ্বন্দ্ব সমাস কাকে বলে?

যে সমাসে পূর্বপদ ও উত্তরপদ উভয় পদেরই অর্থ প্রাধান্য পায়, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন-রাধা ও কৃষ্ণ = রাধাকৃষ্ণ । 

৯. সহার্থক দ্বন্দ্ব সমাস কাকে বলে?

যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও উত্তরপদ একই অর্থবিশিষ্ট হয়, তাকে সহার্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন- হাট ও বাজার হাটবাজার, লজ্জা ও শরম লজ্জাশরম, কুলি ও মজুর = কুলিমজুর, সভা ও সমিতি = সভাসমিতি, কথা ও বার্তা = কথাবার্তা, ভুল ও ভ্রান্তি = ভুলভ্রান্তি, টাকা ও পয়সা = টাকাপয়সা ইত্যাদি।

১০. সহচর দ্বন্দ্বের দুটি উদাহরণ দাও।  

সহচর দ্বন্দ্বের দুটি উদাহরণ হল: সর্দি ও কাশি = সর্দিকাশি। মল ও মূত্র = মল-মূত্র।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore