কারক
১. কারক কাকে
বলে?
বাক্যে অবস্থিত
প্রধান ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্তর্গত অন্য পদের যে সম্পর্ক, তাকে কারক বলে।
২. কারক কয়প্রকার
ও কী কী?
কারক প্রধানত
ছয় প্রকারের কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান (নিমিত্ত) কারক, অপাদান কারক
ও অধিকরণ কারক।
৩. কর্তৃকারক
কাকে বলে? উদাহরণ দাও।
বাক্যের অন্তর্গত
যে পদ স্বয়ং ক্রিয়া সম্পাদন করে, তাকে কর্তৃকারক বলে। যেমন: ধীবর প্রভুরা খালের সিংহদ্বার
আগলিয়ে আছে। এই বাক্যে 'ধীবর প্রভুরা' হল ক্রিয়ার কর্তা।
৪. সমধাতুজ
কর্তা কাকে বলে? উদাহরণ দাও।
বাক্যে অকর্মক
ক্রিয়াটি যে ধাতু থেকে আগত সেই ধাতুজাত কোনো বিশেষ্য যদি সেই ক্রিয়ার কর্তা হয়, তখন
সেই কর্তাকে সমধাতুজ কর্তা বলে। যেমন: একটা ঘটনা ঘটল। এখানে 'ঘট' ধাতু থেকে 'ঘটনা'
বিশেষ্য পদটি কর্তা হিসেবে ক্রিয়া নিষ্পন্ন করেছে।
৫. প্রযোজক
কর্তা ও প্রযোজ্য কর্তা কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।
বাক্যের কর্তা
যখন কাজটি নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নেয়, তখন তাকে প্রযোজক কর্তা বলে। প্রযোজক
কর্তা যাকে দিয়ে কাজটি করিয়ে নেয়, তাকে প্রযোজ্য কর্তা বলে। যেমন: 'মা শিশুকে চাঁদ
দেখান'- এখানে 'মা' প্রযোজক কর্তা এবং 'শিশু' প্রযোজ্য কর্তা।
৬. কর্মকারক
কাকে বলে? 'এ' বিভক্তির উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।
কর্তা যে ব্যক্তি
বা বস্তুকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদন করে, তাকে কর্মকারক বলে। যেমন: বৃথা গঞ্জ দশাননে।
এখনে 'দশানন' কর্মকারক এবং 'এ' বিভক্তি আছে।
৭. সমধাতুজ
কর্ম বা ধাত্বর্থক কর্ম কাকে বলে? উদাহরণ দাও।
বাক্যের ক্রিয়াটি
যে ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে সেই ধাতু থেকে নিষ্পন্ন কোনো বিশেষ্যপদ যদি ওই ক্রিয়ার
কর্ম হয়, তবে তাকে ধাতুর্থক কর্ম বলে। যেমন: নটরাজ প্রলয় নাচন নাচল। এখানে কর্ম 'নাচন'
'নাচ্' ধাতু থেকে নিষ্পন্ন।
৮. করণ কারক
কাকে বলে? সমধাতুজ করণের একটি উদাহরণ দাও।
কর্তা যার
সাহায্যে বা যা দিয়ে 'ক্রিয়াটি' সম্পন্ন করে, তাকে করণকারক বলে। সমধাতুজ করণের উদাহরণ:
মেয়েটি আমায় মায়ার বাঁধনে বাঁধল। 'বাঁধনে' পদটি সমধাতুজ করণ।
৯. নিমিত্ত
কারক কাকে বলে? নিমিত্ত কারকে একটি অনুসর্গের প্রয়োগ দেখাও।
যখন কারও জন্য
কোনো উদ্দেশ্যে কিছু করা হয়, যার নিমিত্তে বা যার উদ্দেশ্যে কাজটি করা হয়, তখন তাকে
নিমিত্ত কারক বলে।
নিমিত্ত কারকে
অনুসর্গের ব্যবহার - স্বাধীনতার জন্য লড়াই করেছি। এখানে 'জন্য' অনুসর্গ ব্যবহৃত হয়েছে।
১০. অপাদান
কারকের সংজ্ঞার্থ লেখো। এই কারকে 'র' বিভক্তির একটি উদাহরণ দাও।
কোনো ব্যক্তি
বা বস্তু যা থেকে বিচ্ছিন্ন, চ্যুত, ভীত, গৃহীত, উত্থিত বা উৎপন্ন, বিরত তথ্য বঞ্চিত
হয়, তাকে অপাদান কারক বলে। যেমন: যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এখানে অপাদান
কারকে 'র' বিভক্তি ব্যবহার করা হয়েছে।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।