লোকসংস্কৃতি বলতে কী বোঝো? লোকসংস্কৃতির উপাদান ও উদাহারন আলোচনা করো। #NBU #GJCC

Nil's Niva
1 minute read
0

প্রশ্ন- লোকসংস্কৃতি বলতে কী বোঝো? লোকসংস্কৃতির উপাদান ও উদাহারন আলোচনা করো।

Ø  লোকসংস্কৃতি

যুগ যুগ ধরে সাধারণ মানুষ যে সংস্কৃতি লালন করে আসছে সাধারণ অর্থে তাই হল লোকসংস্কৃতি। লোকসংস্কৃতির জন্ম সাধারণ মানুষের মুখে মুখে, তাদের চিন্তায় ও কর্মে। বৃহত্তর গ্রামীণ জনগোষ্ঠীর ধর্মীয় ও সামাজিক বিশ্বাস, আচার-আচরণ ও অনুষ্ঠান, জীবনযাপন প্রণালী, শিল্প ও বিনোদন ইত্যাদির ওপর ভিত্তি করে গড়ে ওঠা সংস্কৃতিকে সহজ ভাষায় লোকসংস্কৃতি বলা হয়।

আরও সহজভাবে বললে, লোকসংস্কৃতি হল কোনো নিদিষ্ট এলাকায় বসবাসরত মানুষের মুখে মুখে প্রচলিত সামাজিক বিশ্বাস, আচার-আচরণ, রীতিনীতি ও তাদের সংস্কৃতি এবং কৃষ্টি।

লোকসংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ হল Folklore। ১৮৪৬ সালের 'লোকসংস্কৃতি' বোঝাতে Popular Antiqity এবং 'লোকসাহিত্য' বোঝাতে Popular Literature পরিভাষা প্রচলন ছিল। তবে এ দুটি শব্দের উৎপত্তি ইংল্যান্ডে। ১৮৬৫ সালে এডওয়ার্ড টাইলার লোকসংস্কৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা শুরু করেন।

Ø লোকসংস্কৃতির উপাদান:

অনেক সময় লক্ষ করা যায় যে, একটা অন্ত্যজ মানুষের জীবনযাত্রার সঙ্গে লোকসংস্কৃতির উপাদানগুলি ওতপ্রোতভাবে জড়িত। সেই লোকসংস্কৃতির উপাদানগুলিকে আমরা মোটামুটি নিম্নলিখিত ভাগে ভাগ করতে পারি-

১.  বস্তুকেন্দ্রিক

২.  বিশ্বাস বা অনুষ্ঠানকেন্দ্রিক

৩. খেলাধুলাকেন্দ্রিক

৪. বাককেন্দ্রিক

৫. অঙ্গভঙ্গিকেন্দ্রিক

৬. লিখন বা অঙ্কনকেন্দ্রিক।

 

Ø লোকসংস্কৃতির উদাহরণ: 

লোকসংস্কৃতির উদাহরণ বলতে গেলে বলতে হয় লোকসংস্কৃতির মানুষের মুখে মুখে যে কৃষ্টি লালিত হয়, সেগুলোই। যেমন-রীতিনীতি, কথা, ধর্মীয় বিশ্বাস, আচার-ব্যবহার, প্রথা ইত্যাদি।

 


জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore