প্রশ্ন- লোকসংস্কৃতি বলতে কী
বোঝো? লোকসংস্কৃতির উপাদান ও উদাহারন আলোচনা করো।
Ø লোকসংস্কৃতি ঃ
যুগ যুগ ধরে সাধারণ মানুষ যে সংস্কৃতি
লালন করে আসছে সাধারণ অর্থে তাই হল লোকসংস্কৃতি। লোকসংস্কৃতির জন্ম সাধারণ মানুষের
মুখে মুখে, তাদের চিন্তায় ও কর্মে। বৃহত্তর গ্রামীণ জনগোষ্ঠীর ধর্মীয় ও সামাজিক বিশ্বাস,
আচার-আচরণ ও অনুষ্ঠান, জীবনযাপন প্রণালী, শিল্প ও বিনোদন ইত্যাদির ওপর ভিত্তি করে গড়ে
ওঠা সংস্কৃতিকে সহজ ভাষায় লোকসংস্কৃতি বলা হয়।
আরও সহজভাবে বললে, লোকসংস্কৃতি হল কোনো
নিদিষ্ট এলাকায় বসবাসরত মানুষের মুখে মুখে প্রচলিত সামাজিক বিশ্বাস, আচার-আচরণ, রীতিনীতি
ও তাদের সংস্কৃতি এবং কৃষ্টি।
লোকসংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ হল
Folklore। ১৮৪৬ সালের 'লোকসংস্কৃতি' বোঝাতে Popular Antiqity এবং 'লোকসাহিত্য' বোঝাতে
Popular Literature পরিভাষা প্রচলন ছিল। তবে এ দুটি শব্দের উৎপত্তি ইংল্যান্ডে। ১৮৬৫
সালে এডওয়ার্ড টাইলার লোকসংস্কৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা শুরু করেন।
Ø লোকসংস্কৃতির উপাদান:
অনেক সময় লক্ষ করা যায় যে, একটা অন্ত্যজ
মানুষের জীবনযাত্রার সঙ্গে লোকসংস্কৃতির উপাদানগুলি ওতপ্রোতভাবে জড়িত। সেই লোকসংস্কৃতির
উপাদানগুলিকে আমরা মোটামুটি নিম্নলিখিত ভাগে ভাগ করতে পারি-
১. বস্তুকেন্দ্রিক
২. বিশ্বাস বা অনুষ্ঠানকেন্দ্রিক
৩. খেলাধুলাকেন্দ্রিক
৪. বাককেন্দ্রিক
৫. অঙ্গভঙ্গিকেন্দ্রিক
৬. লিখন বা অঙ্কনকেন্দ্রিক।
Ø লোকসংস্কৃতির উদাহরণ:
লোকসংস্কৃতির উদাহরণ বলতে গেলে বলতে
হয় লোকসংস্কৃতির মানুষের মুখে মুখে যে কৃষ্টি লালিত হয়, সেগুলোই। যেমন-রীতিনীতি, কথা,
ধর্মীয় বিশ্বাস, আচার-ব্যবহার, প্রথা ইত্যাদি।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।