প্রশ্ন: সমাসোক্তি অলংকার ।
উপমেয়ের উপর উপমানের ব্যবহার আরোপিত
হলে সমাসোক্তি অলংকার হয়।
এখানে উপমেয়টি
সর্বদা অচেতন বা জড়বস্তু এবং উপমানটি সর্বদা সচেতন বস্তু ব জীব বলে বিবেচিত হয় এবং
এই জড়ের উপর জীবের ধর্ম আরোপিত হলেই সমাসোক্তি অলংকার হয়।
যেমন-
১. কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে
ভাই বলে ডাক যদি দেব গলা টিপে।
-এখানে উপমেয় = কেরোসিন শিখা।
উপমান = (উহ্য)
সেটি হবে মানুষ সমাজে 'দাদা' বলে কথিত ব্যক্তিটি। কেরোসিন শিখা এখানে দাদার ভূমিকা
গ্রহণ করেছে। তাই সে মাটির প্রদীপকে শাসাচ্ছে এই বলে যে, ভাই বলে ডাকলে সে তার গলা
টিপে দেবে। অর্থাৎ কেরোসিন শিখার উপর এখানে দাদা নামক ব্যক্তিটির সব গুণ (লিঙ্গ, কার্যাবলী,
দোষ, গুণ) আরোপিত হয়েছে। এই যে উপমেয়ের উপস্থিতি ও উপমানের অনুপস্থিতি, অথচ উপমানের
কাজের উপরেই উপমেয়ের প্রতিষ্ঠা অর্থাৎ জড়বস্তুর উপরেই মনুষ্য ধর্মের আরোপ, তাই কাব্যাংশটি
সমাসোক্তি অলংকারের উদাহরণ।
২. হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান
-এখানে উপমেয় = দারিদ্র্য (একটি বিশেষ
অবস্থা বা জড়বস্তু)
উপমান = (অনুক্ত),
তবে সেটি হবে একটি মহান মানুষ। কাব্যাংশটি পাঠ করে বোঝা যায়, দারিদ্র্য নামক অবস্থাটি
কবিকে মহান করেছে। অর্থাৎ দারিদ্র্য মানুষের গুণ লাভ করেছে। অথচ সেই মহানটি (উপমান)
এখানে উল্লিখিত হয়নি।। এজন্যেই এটি হয়েছে সমাসোক্তি অলংকার।
৩. আসন্ন শীতেরবেলা হামাগুড়ি দিয়ে চলে
আসে।
উপমেয় = শীতের বেলা; উপমান = (অনুক্ত)
তবে তা বোঝা যায়,
তা হবে একজন বৃদ্ধা বা শিশু মানুষ, যে হামাগুড়ি দিয়ে আসতে পারে, সেই মানুষটির সমস্ত
কার্যাবলী জড়বস্তু শীতের বেলার উপর আরোপিত হয়েছে।
এই যে উপমানের অনুপস্থিতি, অথচ তার কাজের উপরেই জড়বস্তু উপমান শীতের বেলার প্রতিষ্ঠা। এ জন্যেই কাব্যাংশটি সমাসোক্তি অলংকার হয়েছে।
৪. ঐ সেথা জ্বলে সন্ধ্যার কূলে দিনের
চিতা।
উপমেয়=দিন, উপমান= (উহ্য) তবে বোঝা
যায় তা হবে মানুষ।
মৃত্যুর পর মানুষকে
যেমন চিতাতে তোলা হয়, কবি কল্পনা করেছেন দিনান্তে দিনকে তেমনি চিতায় তোলা হচ্ছে। অর্থাৎ
এখানে মানুষের গুণ দিনের উপরে আরোপিত হয়েছে। এই যে উপমানের অনুপস্থিতি অথচ সেই উপমানেরই
কার্যাবলীর উপর উপমেয়ের প্রতিষ্ঠা বা কল্পিত বস্তুর উপরে মানুষের গুণ ও কার্যাবলী আরোপ,
এজন্যেই এটি সমাসোক্তি অলংকার হয়েছে।
৫. দূর দিগন্তে শঙ্কিত গ্রাম ঘুমায় তিমির
মুড়ি।
-উপমেয়= গ্রাম, উপমান= (উহ্য), তবে
বোঝা যায় তা হবে একটি মানুষ।
এই যে উপমানের অনুক্তি অথচ তার কার্যাবলীর উপরেই উপমেয়ের প্রতিষ্ঠা, তাই এটি সমাসোক্তি।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।