প্রশ্ন: রেনেসাঁসের মূল বৈশিষ্ট্যগুলি
আলোচনা করো।
উত্তরঃ সুপ্রাচীন ঐতিহ্যমণ্ডিত ইটালিতে মধ্যযুগের শেষদিকে আর্থ-সামাজিক
-রাজনৈতিক-ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষেত্রে রূপান্তর ঘটেছিল। বাণিজ্যের বিকাশ ও নগরায়ণের
মাধ্যমে ইটালির নগরজীবনে মুক্তচিন্তার যেমন পরিবেশ সৃষ্টি হয়েছিল তেমনি পৃষ্ঠপোষক মানসিকতা
থাকায় ইটালিতেই প্রথম রেনেসাঁসের সূচনা হয়। ক্রমে রেনেসাঁস আন্দোলন পঞ্চদশ শতকের পর
থেকে ইউরোপ মহাদেশে বিস্তৃত হয়। ইটালির সঙ্গে ইউরোপ মহাদেশের রেনেসাঁসের প্রেক্ষিতগত
এবং বিষয়গত কিছু পার্থক্য লক্ষ করা গেলেও এর মূল বৈশিষ্ট্যগুলির বেশিরভাগই সর্বত্র
দেখা যায়।
Ø ধ্রুপদি সাহিত্য-সংস্কৃতি চর্চা:
ইউরোপীয় রেনেসাঁসের প্রধান ভিত্তি হল প্রাচীন গ্রিস ও রোমান
সাহিত্য ও সংস্কৃতির চর্চা। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টট্ল, পলিবিয়াস, লিভি, ট্যাসিটাস,
সিসেরো প্রমুখের রচনা এই সময় জনপ্রিয় হয়ে পড়ে। বর্বর জার্মান আক্রমণে দীর্ঘদিন প্রাচীন
গ্রিস ও রোমান সাহিত্য, দর্শন, বিজ্ঞান, ইতিহাস, শিল্পচর্চা বন্ধ হয়ে পড়েছিল। রেনেসাঁস
যুগে আবার নতুন করে এগুলির চর্চা ও সংরক্ষণ করা হতে থাকে।
Ø যুক্তিবাদ:
রেনেসাঁসের মূল মন্ত্র হল যুক্তিবাদ। মধ্যযুগে মানুষের সবকিছুই
ছিল ধর্মকেন্দ্রিক এবং বাইবেল নির্ভর। পোপ ও ধর্মযাজকরা মানবজীবন এবং সভ্যতা-সংস্কৃতি
নিয়ন্ত্রণ করতেন। বাইবেলে নেই এমন কোনো বিষয়কে সেসময় স্বীকৃতি দেওয়া হত না। এমনকি গির্জা
বিরোধী যে-কোনো আচরণকে ক্ষমার অযোগ্য বলে মনে করা হত। কিন্তু পঞ্চদশ-ষোড়শ শতকে ইউরোপীয়
রেনেসাঁস মানুষের চেতনায় এই অন্ধবিশ্বাস ও আনুগত্যের পরিবর্তে যুক্তিবাদ নিয়ে আসে।
এখন থেকে মানুষ যে-কোনো বিষয়কে প্রশ্ন করে বা যুক্তি দিয়ে বিচার ও অনুসন্ধান করে গ্রহণ
করে; যুক্তিহীন বা পরীক্ষিত সত্য নয় -এমন বিষয় পরিহার করতে থাকে।
Ø ধর্মনিরপেক্ষ:
ধর্মনিরপেক্ষতা রেনেসাঁসের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল তবে
মনে রাখা দরকার রেনেসাঁস যুগে ধর্মকে একেবারে গুরুত্ব দেওয়া হয়নি তা কিন্তু নয়। ইটালিতে
ধর্মনিরপেক্ষতার পরিবেশ যতটা ছিল, ইটালির বাইরে ততটা নয়; সেখানে রেনেসাঁস ছিল অনেকটা
ধর্মকেন্দ্রিক। ইটালির বাণিজ্যের বিকাশ ও নাগরিক জীবন ও সুপ্রাচীন ঐতিহ্য ইটালিতে ধর্মনিরপেক্ষ
মানসিকতা বিকাশের সহায়ক হয়।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ
গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282;
7076398606
www. gyanjyoti.info || Gyan Jyoti Coaching Centre
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।