গুপ্ত যুগকে গ্রিসের ইতিহাসের পেরিক্লিসের যুগের সঙ্গে কে তুলনা করেছেন? [Who compared the Gupta period to the Periclean Age in the history of Greece?]

Nil's Niva
0

প্রশ্ন- গুপ্ত যুগকে গ্রিসের ইতিহাসের পেরিক্লিসের যুগের সঙ্গে কে তুলনা করেছেন? 

[Who compared the Gupta period to the Periclean Age in the history of Greece?]

উত্তরঃ গুপ্ত যুগ ভারতের ইতিহাসের সবচেয়ে মহিমামণ্ডিত অধ্যায় হিসাবে বিবেচিত হয়। শিল্প, সাহিত্য, জ্ঞান-বিজ্ঞান, ধর্ম-সর্ববিধ ক্ষেত্রে ভারতীয় মনীষার চরম উন্নতি ও পরম বিকাশ এই যুগে দেখা গিয়েছিল। বিশ্ব ইতিহাসের বিভিন্ন গৌরবমন্ডিত যুগের সঙ্গে তাই গুপ্ত যুগকে তুলনা করার প্রবৃত্তি লেখকদের মধ্যে প্রায়ই দেখা গিয়েছে। ঐতিহাসিক বার্নেট গুপ্তযুগকে গ্রিসের ইতিহাসে পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করেছেন। 


জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore