প্রশ্ন- গুপ্ত যুগের দুজন বিশিষ্ট বিজ্ঞানী এবং তাঁদের লেখা একটি করে গ্রন্থের নাম লেখো।
[Write the names of two eminent scientists of the Gupta period and mention the name of a book written by each one of them.]
উত্তরঃ গুপ্তযুগের দুজন বিশিষ্ট বিজ্ঞানী ছিলেন আর্যভট্ট ও বরাহমিহির। আর্যভট্ট 'আর্যভট্রিয়ম্' এবং বরাহমিহির 'পঞ্চসিদ্ধান্ত' নামক গ্রন্থ রচনা করেন। পৃথিবীর আবর্তনের জন্যই যে দিবারাত্রির প্রভেদ হয়, এই তত্ত্ব আর্যভট্টই প্রথম প্রচার করেছিলেন। তিনি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের কারণও জানতেন। বরাহমিহির জ্যোতির্বিদ্যা ও জ্যোতিষবিদ্যায় অসাধারণ পান্ডিত্যের অধিকারী ছিলেন।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।