গুপ্ত যুগের দুজন বিশিষ্ট বিজ্ঞানী এবং তাঁদের লেখা একটি করে গ্রন্থের নাম লেখো।

Nil's Niva
0

প্রশ্ন- গুপ্ত যুগের দুজন বিশিষ্ট বিজ্ঞানী এবং তাঁদের লেখা একটি করে গ্রন্থের নাম লেখো। 

[Write the names of two eminent scientists of the Gupta period and mention the name of a book written by each one of them.] 

উত্তরঃ গুপ্তযুগের দুজন বিশিষ্ট বিজ্ঞানী ছিলেন আর্যভট্ট ও বরাহমিহির। আর্যভট্ট 'আর্যভট্রিয়ম্' এবং বরাহমিহির 'পঞ্চসিদ্ধান্ত' নামক গ্রন্থ রচনা করেন। পৃথিবীর আবর্তনের জন্যই যে দিবারাত্রির প্রভেদ হয়, এই তত্ত্ব আর্যভট্টই প্রথম প্রচার করেছিলেন। তিনি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের কারণও জানতেন। বরাহমিহির জ্যোতির্বিদ্যা ও জ্যোতিষবিদ্যায় অসাধারণ পান্ডিত্যের অধিকারী ছিলেন।


জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore