'ভারতের রক্ষাকারী' কাকে এবং কেন বলা হয়?

Nil's Niva
0

প্রশ্ন- 'ভারতের রক্ষাকারী' কাকে এবং কেন বলা হয়?

উত্তরঃ প্রথম কুমারগুপ্তের মৃত্যুর পর স্কন্দগুপ্ত (৪৫৫-৪৬৭ খ্রি.) সিংহাসনে বসেন। তাঁর রাজত্বকালে মধ্য এশিয়া থেকে আগত নিষ্ঠুর ও দুর্ধর্ষ হুণ আক্রমণ ঘটেছিল। স্কন্দগুপ্ত তাদের বিরুদ্ধে অগ্রসর হন এবং শেষ পর্যন্ত তাদের এমন দুর্দান্তভাবে পরাজিত করেন যে, পরবর্তী পঞ্চাশ বছরের মধ্যে তারা আর গুপ্ত সাম্রাজ্য আক্রমণে সাহসী হয়নি। দুর্ধর্ষ হুণদের বিরুদ্ধে এই সাফল্যের জন্য ডঃ রমেশচন্দ্র মজুমদার স্কন্দগুপ্তকে 'ভারতের রক্ষাকারী' বলে অভিহিত করেছেন।


জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore