প্রশ্ন: বুদ্ধির (Intelligence) ধারণা দাও।
*****************************************
উত্তর- আধুনিক মনোবিজ্ঞানের একটি অন্যতম আলোচনার ক্ষেত্র হল বুদ্ধি। সুপ্রাচীন কাল থেকেই বুদ্ধি সম্পর্কে নানান আলোচনা মনোবিজ্ঞানে হয়ে আসছে। মনোবিজ্ঞানের অন্যান্য যে-কোনো বিষয়ের তুলনায় বুদ্ধি সংক্রান্ত ধারণা অধিক গুরুত্বপূর্ণ। বুদ্ধি হল মৌলিক মানসিক শক্তি বা ক্ষমতা, যা কর্মের মাধ্যমে প্রকাশিত হয়। অন্যভাবে বলা যেতে পারে, বুদ্ধি হল এমন একটি ক্ষমতা, যার মাধ্যমে ব্যক্তি পরিবেশের সঙ্গে সংগতিবিধান করতে পারে এবং বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। আভিধানিক অর্থে বুদ্ধি হল জ্ঞান অর্জন ও প্রয়োগ করার ক্ষমতাই হল বুদ্ধি। বুদ্ধি হল এমন একটি ক্ষমতা, যা ব্যক্তিকে উদ্দেশ্যপূর্ণ কাজ করতে, যুক্তিপূর্ণ চিন্তা করতে এবং বিভিন্ন জটিল পরিবেশে সংগতিবিধান করতে সাহায্য করে।
বাস্তবে বুদ্ধি কী, সে সম্পর্কে মনোবিদদের মধ্যে মতভেদ থাকায় আজ পর্যন্ত বুদ্ধির সর্বজনগ্রাহ্য সংজ্ঞা পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে পৃথিবীর যতজন মনোবিজ্ঞানী বুদ্ধি নিয়ে তাদের মতামত প্রকাশ করেছেন, বুদ্ধির প্রায় ততগুলি সংজ্ঞা আছে। মনোবিজ্ঞানী পিন্টনার বুদ্ধির সংজ্ঞাগুলিকে গুরুত্বের দিক থেকে বিবেচনা করে চারটি শ্রেণিতে ভাগ করেছেন। এই ভাগগুলি হল-
1.বুদ্ধির জৈবিক সংজ্ঞা: মানুষের অভিযোজনের ওপর গুরুত্ব দিয়ে বুদ্ধির যে সংজ্ঞাগুলি প্রদান করা হয়েছে, সেগুলি বুদ্ধির জৈবিক সংজ্ঞার অন্তর্ভুক্ত। এক্ষেত্রে মনোবিজ্ঞানী উইলিয়াম স্টার্ন-এর সংজ্ঞা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর মতে, "জীবনের নতুন সমস্যা বা পরিস্থিতির সঙ্গে অভিযোজন করার ক্ষমতাই হল বুদ্ধি"।
2.শিক্ষামূলক সংজ্ঞা: বুদ্ধির শিক্ষামূলক সংজ্ঞায় ব্যক্তি বা শিক্ষার্থীর শিখন ক্ষমতার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এই প্রসঙ্গে মনোবিজ্ঞানী বাকিংহাম বলেছেন, শিখনের ক্ষমতাই হল বুদ্ধি।
3.মানসিক ক্ষমতা সংক্রান্ত সংজ্ঞা: ব্যক্তির মানসিক ক্ষমতার ওপর গুরুত্ব আরোপ করে বুদ্ধির যে সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে, তা মানসিক ক্ষমতা সংক্রান্ত সংজ্ঞার অন্তর্ভুক্ত। এক্ষেত্রে টারম্যান -এর সংজ্ঞাটি বিশেষভাবে উল্লেখযোগ্য। বুদ্ধির সংজ্ঞায় তিনি বলেছেন, বিমূর্ত চিন্তন করার ক্ষমতাই হল বুদ্ধি।
4.পরীক্ষামূলক সংজ্ঞা: বুদ্ধির কার্যকারিতার ওপর গুরুত্ব দিয়ে বুদ্ধির যে সংজ্ঞাগুলি নির্ধারণ করা হয়েছে, সেগুলি পরীক্ষামূলক সংজ্ঞার অন্তর্ভুক্ত। এই প্রসঙ্গে পিঁরো বলেছেন, "বুদ্ধি কোনো মানসিক কৌশল নয়, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে আমরা আচরণের যে মূল্যায়ন করি, তা-ই হল বুদ্ধি।"
উপরোক্ত সংজ্ঞাগুলি বিশ্লেষণ করে পরিশেষে বলা যায়, বুদ্ধি হল ব্যক্তির এমন একটি ক্ষমতা, যার দ্বারা সে পরিবেশের বিভিন্ন বিষয়ের সঙ্গে পরিচিত হতে পারে, বিভিন্ন ঘটনার মধ্যে সমন্বয়সাধন করতে পারে এবং সমস্যামূলক পরিস্থিতিতে সমাধানমূলক আচরণ করতে পারে।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।