গুপ্ত যুগের বিচার ব্যবস্থায় দণ্ডপ্রথা কেমন ছিল?

Nil's Niva
0

প্রশ্ন- গুপ্ত যুগের বিচার ব্যবস্থায় দণ্ডপ্রথা কেমন ছিল? 

[What was the mode of punishment in the judicial administration of the Guptas?]

উত্তরঃ গুপ্ত যুগের বিচার ব্যবস্থায় দণ্ডপ্রথা সম্পর্কে একটি ধারণা করতে ফা-হিয়েন-এর বিবরণী আমাদের যথেষ্ট সাহায্য করে। ফা-হিয়েন বলেছেন-যে গুপ্ত সাম্রাজ্যে চুরি-ডাকাতির উপদ্রব ছিল না। মামলা-মোকাদ্দমার জন্য সাধারণ মানুষকে আদালতেও ছুটতে হত না। ফৌজদারি আইনের কঠোরতা বিশেষ ছিল না। প্রাণদণ্ড প্রথা রহিত করা হয়েছিল। জরিমানা দিয়েই সাধারণ অপরাধীরা খালাস পেত। রাজদ্রোহ ভিন্ন অন্য কোনো অপরাধে অঙ্গচ্ছেদ করা হত না।


জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore