[Can the Gupta Period justifiably be called the 'Golden Age' in Indian History?]
উত্তরঃ গুপ্ত যুগে ভারতীয় সংস্কৃতির চরম বিকাশ লক্ষ করেই এই যুগকে 'সুবর্ণ যুগ' বলে বর্ণনা করা হয়। কিন্তু আধুনিককালের ঐতিহাসিকগণ দ্বিধাহীনভাবে এই অভিধা প্রয়োগ মেনে নিতে রাজি নন। সুবর্ণ যুগের দীপ্তি বা সাফল্য সমাজের সাধারণ মানুষকে স্পর্শ করেনি। এর ফল ভোগ করেছে সমাজের ওপরতলার মানুষ। এই যুগের স্বচ্ছলতার অন্তরালে ছিল সাধারণ মানুষের অপরিসীম দারিদ্র্য। এযুগেই কৃষকরা ভূমিদাসে পরিণত হয় এবং নারীরা তাদের পূর্বেকার স্বাধীনতা হারিয়ে ক্রমশ পুরুষের সম্পত্তিতে পরিণত হতে থাকে। এযুগেই জাতিভেদ প্রথা আরও কঠোর হয়েছিল এবং অস্পৃশ্যতা এক ভয়ংকর সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছিল। সুতরাং সামগ্রিক বিচারে, তাঁদের মতে, 'সুবর্ণ যুগ'-এর অভিধা গুপ্ত যুগের ওপর আরোপ করা যুক্তিযুক্ত নয়।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।