প্রশ্ন- গুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি কিংবদন্তির বিক্রমাদিত্য ছিলেন?
[Was Chandragupta II the Vikramditya of the Legend?]
উত্তরঃ কোনো কোনো ঐতিহাসিক গুপ্তসম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তকেই কিংবদন্তির বিক্রমাদিত্য বলে মনে করলেও এ বিষয়ে সন্দেহের অবকাশ নেই, একথা বলা চলে না। কিংবদন্তির বিক্রমাদিত্য ছিলেন 'শকারি' অর্থাৎ শকদের উচ্ছেদকারী এবং তাঁর রাজসভায় কবি কালিদাস প্রভৃতি নবরত্ন সমাদৃত হতেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তও ছিলেন শক শক্তির উচ্ছেদকারী এবং তিনিও 'বিক্রমাদিত্য' উপাধি গ্রহণ করেছিলেন। তিনি সাহিত্য- সংস্কৃতির পৃষ্ঠপোষকও ছিলেন। সম্ভবত কালিদাস এবং নবরত্নের, সকলে না হলেও, কেহ কেহ তাঁর আনুকূল্য লাভ করেছিলেন। কিন্তু উভয়ের মধ্যে গরমিলও রয়েছে। কিংবদন্তির বিক্রমাদিত্যের রাজধানী ছিল উজ্জয়িনী এবং তিনি খ্রিস্টপূর্ব ৫৮ অব্দে 'বিক্রমসংবত' প্রবর্তন করেছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীর নরপতি এবং তাঁর রাজধানী ছিল পাটলিপুত্র এবং তিনি কোনো সংবত প্রবর্তন করেছিলেন বলে জানা যায়নি। সুতরাং দ্বিতীয় চন্দ্রগুপ্ত ও কিংবদন্তির বিক্রমাদিত্য অভিন্ন ব্যক্তি ছিলেন বলে মনে করা যায় না।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।