প্রশ্ন- তুলনামূলক পদ্ধতির সুবিধাসমূহ আলোচনা করো।

Nil's Niva
0

প্রশ্ন- তুলনামূলক পদ্ধতির সুবিধাসমূহ আলোচনা করো।   

*****************************************

উত্তরঃ তুলনামূলক রাজনীতির আলোচনায় তুলনামূলক পদ্ধতির কতকগুলি বিশেষ সুবিধার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়।

(১) তুলনামূলক পদ্ধতিতে ব্যাপক সংখ্যক পরিবর্তনীয় নিয়ে অধ্যয়ন-অনুশীলন করা হয় না। এই পদ্ধতিতে মূল কিছু পরিবর্তনীয়কে বাছাই করা হয় এবং এই সমস্ত পরিবর্তনীয়ের পরিপ্রেক্ষিতে অনুসন্ধান ও গবেষণা কর্ম পরিচালিত হয়।

(২) সীমিত সংখ্যক পরিবর্তনীয় নিয়ে তুলনামূলক পদ্ধতিতে অনুসন্ধান, সমীক্ষা ও পরীক্ষা-নিরীক্ষা পরিচালিত হয়। এই কারণে তথ্যাদি ও পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা বা নির্ভরযোগ্যতা সমস্যার সম্মুখীন হতে হয় না।

(৩) তুলনামূলক রাজনীতিতে তুলনামূলক পদ্ধতি অস্পষ্টতার সীমাবদ্ধতা থেকে মুক্ত। এ প্রসঙ্গে অধ্যাপক রাখহরি চ্যাটার্জী তাঁর Introduction to Comparative Politicals Analysis শীর্ষক গ্রন্থে মন্তব্য করেছেন: "For Lijphart, it is not a mere perspective on a subject, nor is it synonymous with scientific mothod in general, nor is it a method of measurement. Comparative method as a distinct method, then, implies the analysis of a few selected cases intensively."



জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore