প্রশ্ন- তুলনামূলক পদ্ধতির সুবিধাসমূহ আলোচনা করো।
*****************************************
উত্তরঃ তুলনামূলক রাজনীতির আলোচনায় তুলনামূলক পদ্ধতির কতকগুলি বিশেষ সুবিধার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়।
(১) তুলনামূলক পদ্ধতিতে ব্যাপক সংখ্যক পরিবর্তনীয় নিয়ে অধ্যয়ন-অনুশীলন করা হয় না। এই পদ্ধতিতে মূল কিছু পরিবর্তনীয়কে বাছাই করা হয় এবং এই সমস্ত পরিবর্তনীয়ের পরিপ্রেক্ষিতে অনুসন্ধান ও গবেষণা কর্ম পরিচালিত হয়।
(২) সীমিত সংখ্যক পরিবর্তনীয় নিয়ে তুলনামূলক পদ্ধতিতে অনুসন্ধান, সমীক্ষা ও পরীক্ষা-নিরীক্ষা পরিচালিত হয়। এই কারণে তথ্যাদি ও পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা বা নির্ভরযোগ্যতা সমস্যার সম্মুখীন হতে হয় না।
(৩) তুলনামূলক রাজনীতিতে তুলনামূলক পদ্ধতি অস্পষ্টতার সীমাবদ্ধতা থেকে মুক্ত। এ প্রসঙ্গে অধ্যাপক রাখহরি চ্যাটার্জী তাঁর Introduction to Comparative Politicals Analysis শীর্ষক গ্রন্থে মন্তব্য করেছেন: "For Lijphart, it is not a mere perspective on a subject, nor is it synonymous with scientific mothod in general, nor is it a method of measurement. Comparative method as a distinct method, then, implies the analysis of a few selected cases intensively."
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।