প্রশ্ন: উদারনীতিক গণতান্ত্রিক ব্যবস্থা ও সমাজতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো।
*****************************************
উত্তরঃ
- উদারনীতিক গণতান্ত্রিক ব্যবস্থা-
বর্তমান বিশ্বের অধিকাংশ দেশেই উদারনীতিক গণতান্ত্রিক ব্যবস্থা বর্তমান। এই রাজনীতিক ব্যবস্থার মূল লক্ষ্য হল গণতান্ত্রিক পদ্ধতিতে উদারনীতিক দর্শনের বাস্তবায়ন। উদারনীতিক ধ্যান-ধারণার বিকাশ ঘটে মোটামুটিভাবে সপ্তদশ শতাব্দীতে। এ হল সাবেকী উদারনীতিক গণতন্ত্র। এর দুটি মূল নীতি হল রাজনীতিক স্বাধীনতা ও চিন্তার স্বাধীনতা। এ দুটি নীতির স্রষ্টা হিসাবে প্রাচীন গ্রীক দার্শনিকদের কথা বলা হয়। পরবর্তী কালে উদারনীতিক গণতন্ত্রের বিকাশ সাধন করেন জেমস মিল, জন স্টুয়ার্ট মিল প্রমুখ দার্শনিকগণ। সাবেকী উদারনীতিক গণতান্ত্রিক ব্যবস্থার কিছু কিছু পরিবর্তন ঘটে বিংশ শতাব্দীতে। উদারনীতিক গণতন্ত্রের আধুনিক রূপের ব্যাখ্যাকারক হিসাবে জন ডিউই, এম. আর, কোহেন প্রমুখ চিন্তাবিদের নাম করা হয়।
- সমাজতান্ত্রিক ব্যবস্থা-
সমাজতান্ত্রিক রাজনীতিক ব্যবস্থার সৃষ্টি হয় মার্কসবাদ-লেনিনবাদের আদর্শের উপর ভিত্তি করে। মার্কসীয় দর্শন অনুসারে বলা হয় যে, সমাজতান্ত্রিক ব্যবস্থার সৃষ্টি হয় সর্বহারাদের একনায়কত্ব প্রতিষ্ঠিত হলে। সমাজতান্ত্রিক ব্যবস্থা বলতে মূলত কমিউনিস্ট দেশসমূহের রাজনীতিক ব্যবস্থাকে বোঝায়। তবে সাম্প্রতিককালে কতকগুলি দেশে গণতান্ত্রিক কাঠামোর মধ্যেই সমাজতন্ত্রের মৌলিক আদর্শসমূহকে বাস্তবে কার্যকর করার ব্যাপারে উদ্যোগ-আয়োজন গ্রহণ করা হয়েছে। এ প্রসঙ্গে গণতান্ত্রিক সমাজতন্ত্রের ধারণার কথা এসে পড়ে।
উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক ব্যবস্থা পরস্পরের সঙ্গে সাদৃশ্য রহিত। এই দুই রাজনীতিক ব্যবস্থার মধ্যে প্রকৃতিগত বিভিন্ন পার্থক্য পরিলক্ষিত হয়।
(১) উদারনীতিক গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনীতিক সাম্যের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। এক্ষেত্রে জনসাধারণকেই যাবতীয় রাজনীতিক ক্ষমতার একমাত্র উৎস হিসাবে গণ্য করা হয়। এখানে জনসাধারণের শাসন বাস্তবে সংখ্যাগরিষ্ঠের শাসনে পরিণত হয়ে থাকে। সংখ্যাগরিষ্ঠের শাসন হলেও সরকার পরিচালিত হয় সর্বসাধারণের স্বার্থে।অপরদিকে সমাজতান্ত্রিক ব্যবস্থায় আর্থনীতিক সাম্যের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়। এখানে আর্থ-সামাজিক, রাজনীতিক অধিকারের স্বীকৃতি ও সংরক্ষণ, সর্বপ্রকারের শোষণের অবসান প্রভৃতির উপর জোর দেওয়া হয়।
(২) উদারনীতিক গণতন্ত্রে বহুদলীয় ব্যবস্থা বর্তমান থাকে। এই ধরনের রাজনীতিক ব্যবস্থায় বিভিন্ন শ্রেণী ও তাদের বিভিন্ন ধরনের স্বার্থ ও সমস্যাদি থাকে। বিভিন্ন শ্রেণীর বহুবিধ স্বার্থের প্রতিনিধিত্বের জন্য উদারনীতিক গণতান্ত্রিক ব্যবস্থায় একাধিক রাজনীতিক দলের অস্তিত্ব স্বীকৃত। অপরপক্ষে সমাজতান্ত্রিক ব্যবস্থায় একাধিক শ্রেণী, বহুবিধ শ্রেণী-স্বার্থ, শ্রেণী-শোষণ বা শ্রেণী-দ্বন্দ্ব থাকে না। স্বভাবতই সমাজতান্ত্রিক ব্যবস্থায় একটি মাত্র রাজনীতিক দল থাকে। এ হল দেশের শ্রমিক-কৃষক ও মেহনতী মানুষের সাম্যবাদী হল। এ হল কমিউনিস্ট দল।
(৩) উদারনীতিক গণতান্ত্রিক ব্যবস্থায় আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয়। এ ধরনের রাজনীতিক ব্যবস্থায় আইনের দৃষ্টিতে সাম্য ও আইনসমূহের দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকারকে স্বীকার করা হয়। অপরদিকে সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হল সর্বহারার একনায়কত্ব । এ ধরনের রাজনীতিক ব্যবস্থায় একটি মাত্র শ্রেণীর অস্তিত্ব পরিলক্ষিত হয়। এই শ্রেণীটি হল শ্রমিক ও কৃষকের সর্বহারা শ্রেণী।
(৪) উদারনীতিক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ন্যায়বিচার প্রতিষ্ঠার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। উদারনীতিক গণতন্ত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থার উপর জোর দেওয়া হয়। পক্ষান্তরে সমাজতান্ত্রিক রাষ্ট্রে বিচারব্যবস্থা নিরপেক্ষ প্রকৃতির হয় না। রাষ্ট্র-যন্ত্রের অন্যতম অংশ হিসাবে আদালতও সমাজতান্ত্রিক স্বার্থ সংরক্ষণের ব্যাপারে আত্মনিয়োগ করে।
(৫) উদারনীতিক রাজনীতিক ব্যবস্থায় ব্যক্তি-স্বাতন্ত্র্যবাদী ধ্যান-ধারণাকে স্বীকার করা হয়। এ ধরনের রাষ্ট্র-ব্যবস্থায় সামরিকবাদ ও সাম্রাজ্যবাদের সৃষ্টির আশঙ্কা থাকে। কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা এ রকম আশঙ্কা থেকে একেবারে মুক্ত। সমাজতন্ত্র সাম্রাজ্যবাদের শত্রু হিসাবে সুবিদিত।
(৬) উদারনীতিক রাষ্ট্রব্যবস্থায় ধর্মীয় স্বাধীনতার অধিকার ভোগের অবাধ সুযোগ পাওয়া যায়। ধর্মাচরণ ও ধর্মপ্রচারের অধিকার এ ধরনের রাজনীতিক ব্যবস্থার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। অপরদিকে সমাজতান্ত্রিক রাষ্ট্রে ধর্ম-বিরোধী প্রচারের অধিকারই অধিকতর গুরুত্বপূর্ণ।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।