প্রশ্ন- তুলনামূলক পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো।
*****************************************
উত্তরঃ তুলনামূলক রাজনীতির আলোচনায় তুলনামূলক পদ্ধতির প্রয়োগ পরিলক্ষিত হয়। এই প্রয়োগের পর্যালোচনার পরিপ্রেক্ষিতে তুলনামূলক পদ্ধতির কতকগুলি অপরিহার্য বৈশিষ্ট্য চিহ্নিত করা যায়। এ ক্ষেত্রে তিনটি মূল বৈশিষ্ট্যের কথা বলা যায়। এগুলি হল: (ক) ধারণাগত এককসমূহের সংজ্ঞা, (খ) শ্রেণীবিন্যাসকরণ, এবং (গ) প্রকল্প প্রণয়ন এবং প্রমাণার্থ পরীক্ষণ। সমাজবিজ্ঞানী ডেভিড উড তাঁর Comparative Government and Politics শীর্ষক রচনায় এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। রচনাটি প্রকাশিত হয়েছে স্টিফেন ওয়াসবি-র Political Science শীর্ষক গ্রন্থে।
(ক) ধারণামূলক এককসমূহের সংজ্ঞা- তুলনামূলক রাজনীতিতে কতকগুলি এককের মধ্যে তুলনামূলক আলোচনা করা হয়। এই সমস্ত এককগুলি হল ধারণামূলক । এই এককগুলিকে ধারণামূলক বলা হয় এই কারণে যে, এগুলি হল সংজ্ঞার উদ্দেশ্য। তুলনামূলক রাজনীতির আলোচনায় দুটি সরকারী ব্যবস্থার মধ্যে সাদৃশ্যসমূহ ও বৈসাদৃশ্যসমূহ চিহ্নিত করার সঙ্গে সঙ্গে তুলনামূলক পদ্ধতির দায়িত্ব শেষ হয়ে যায় না। তুলনামূলক পদ্ধতিতে রাজনীতিক ব্যবস্থাসমূহ সম্পর্কে সামগ্রিকভাবে আলোচনা করতে হয়। কারণ এই সমস্ত রাজনীতিক ব্যবস্থা বৃহৎ এবং জটিল সমাজসমূহের জন্য দায়িত্ব ও কর্তব্য সম্পাদন করে। তুলনামূলক রাজনীতিতে তুলনামূলক পদ্ধতির মাধ্যমে আইনবিভাগ, শাসনবিভাগ ও বিচারবিভাগ রাজনীতিক সংগঠনের এই তিনটি প্রাতিষ্ঠানিক কাঠামো সম্পর্কে আলোচনা করা হয় এবং সঙ্গে সঙ্গে আইনপ্রণেতা ও জনপ্রতিনিধিদের ভূমিকা, নির্বাচকমণ্ডলীর ক্রিয়াকর্ম, রাজনীতিক দলগুলির শক্তি-সামর্থ্য ও প্রকৃত ভূমিকা, স্বার্থগোষ্ঠী বা চাপসৃষ্টিকারী গোষ্ঠীসমূহের ক্রিয়াকর্ম প্রভৃতি নিয়েও আলোচনা করা হয়। অর্থাৎ রাজনীতিক ব্যবস্থার অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ উপাদানসমূহ সম্পর্কেও তুলনামূলক পদ্ধতিতে আলোচনা করা হয়। কারণ এই সমস্ত কম গুরুত্বপূর্ণ উপাদানগুলিও ও সমগ্র রাজনীতিক ব্য ব্যবস্থার প্রকৃতিকে প্রভাবিত করে। অন্যভাবে বলা যায় যে, একটি রাজনীতিক ব্যবস্থার পরিকাঠামোর মধ্যে এই সমস্ত উপাদানও বর্তমানে থাকে।
(খ) শ্রেণীবিন্যাসকরণ- তুলনামূলক রাজনীতির আলোচনায় শ্রেণীবিন্যাসের গুরুত্ব ও তাৎপর্য বিরোধ-বিতর্কের উর্দ্ধে। তুলনামূলক রাজনীতির অধ্যয়ন-অনুশীলনে তত্ত্ব গঠনের বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিভিন্ন রাজনীতিক ব্যবস্থার শ্রেণীবিন্যাসের পরিপ্রেক্ষিতে তত্ত্ব গঠনের প্রক্রিয়া সাবলীলভাবে ও সহজে সম্পাদিত হতে পারে। আজকালকার এবং আমাদের দেশের সমাজব্যবস্থা জটিল প্রকৃতির। এ ধরনের সমাজব্যবস্থায় বিবিধ জটিল প্রকৃতির উপাদানের উপস্থিতি অনস্বীকার্য। এই সমস্ত উপাদানের সঠিক ও সম্যক শ্রেণীবিন্যাস আবশ্যক। অন্যথায় সংশ্লিষ্ট উপাদানসমূহের আলোচনা কষ্টসাধ্য এমনকি অসাধ্য হয়ে পড়তে পারে। প্রকারভেদের ব্যবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রকার সম্পর্কে উন্নততর ব্যাখ্যা-বিশ্লেষণ সম্ভব হয়। এবং তারফলে রাজনীতিক উপাদানসমূহ সম্পর্কে অধিকতর গ্রহণযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়। এই শ্রেণীবিন্যাস বিভিন্ন বিষয়ের ভিত্তিতে হতে পারে। শ্রেণীবিন্যাসের ভিত্তি হিসাবে উল্লেখযোগ্য হল: রাষ্ট্রের দুটি সংগঠন বা সরকারের দুটি বিভাগের মধ্যে সম্পর্কে প্রকৃতি; ক্ষমতার বিভাজন; নাগরিকদের অধিকার ও স্বাধীনতা সম্পর্কিত সমস্যাদি প্রভৃতি।
(গ) প্রকল্প প্রণয়ন ও প্রমাণার্থ পরীক্ষণ- তুলনামূলক রাজনীতির অধ্যয়ন-অনুশীলনে তুলনামূলক পদ্ধতিকে প্রাণবায়ু হিসাবে বিবেচনা করা হয়। তুলনা বিভিন্নভাবে করা যেতে পারে। কিন্তু তুলনামূলক রাজনীতিতে তুলনামূলক পদ্ধতি পৃথক প্রকৃতির। এক্ষেত্রে ধারণামূলক এককগুলিকে বাছাই করা হয় এবং সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়। অতঃপর তত্ত্বসমূহের সৃষ্টি হয়। এই সমস্ত অভিজ্ঞতার ভিত্তিতে যাচাইযোগ্য হওয়া আবশ্যক এবং পরীক্ষা-নিরীক্ষার মাণদন্ডে উত্তীর্ণ হওয়ার গুণ থাকা আবশ্যক। অবস্থা এবং পরিস্থিতি-পরিমণ্ডলের বৈচিত্র্য বিচার-বিবেচনার পরিপ্রেক্ষিতে সাধারণ নীতি উদ্ভাবিত হওয়া দরকার। অবস্থা ও পরিস্থিতির বৈচিত্র্য বলতে বিবিধ বিষয় বোঝায়। এ ক্ষেত্রে উদাহরণ স্বরূপ উল্লেখযোগ্য হল: জনসাধারণের মধ্য মানসিক গঠন ও গুণগত যোগ্যতার ক্ষেত্রে পার্থক্য; আর্থ-সামাজিক অবস্থার ক্ষেত্রে পার্থক্য; রাজনীতিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতার ক্ষেত্রে পার্থক্য; আইন ও নৈতিক মানের ক্ষেত্রে পার্থক্য প্রভৃতি।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।