Q: Discuss The Control of Soil Pollution.
প্রশ্নঃ মৃত্তিকাদূষণের নিয়ন্ত্রণ আলোচনা করো।
উত্তর- মৃত্তিকাদূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিম্নলিখিত উপায়গুলি অবলম্বন করা যেতে পারে-
[i] কঠিন, অজৈব, তেজস্ক্রিয়, অবিশ্লেষ্য বর্জ্যগুলিকে যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলে দূষণ কমানোর ব্যবস্থা করা।
[ii] উন্নত প্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা করা। এক্ষেত্রে 3R পদ্ধতি অর্থাৎ Reduce, Reuse, Recycle ব্যবহার করে কাগজ, কাচ, ধাতু, প্লাস্টিক প্রভৃতি জৈব ও অজৈব বস্তু সংগ্রহ করে এই পদ্ধতিতে তাদের পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা।
[iii] আইন প্রণয়নের মাধ্যমে মৃত্তিকাদূষণ রোধ করা যায়।
[iv] কীটনাশক, প্লাস্টিক, কঠিন বর্জ্য পদার্থের উৎপাদন ও ব্যবহার ন্যূনতম করা প্রয়োজন।
[v] যত্রতত্র কঠিন বর্জ্য নিক্ষেপ বা স্তূপীকৃত করা নিষিদ্ধ করা প্রয়োজন।
[vi] জীব বিশ্লেষ্য পদার্থ ব্যবহারের বৃদ্ধির প্রতি গুরুত্ব আরোপ করা প্রয়োজন।
[vii] কৃষিজমিতে রাসায়নিক, সিনথেটিক কীটনাশক ও সার প্রয়োগ নিয়ন্ত্রণ করা।
[viii] সর্বোপরি, মানুষের মৃত্তিকা সম্পদের গুরুত্ব সম্পর্কে সার্বিকভাবে সচেতনতা এবং সচেতন দৃষ্টিভঙ্গি এবং সংরক্ষণের পরিবেশ উপযোগী কার্যকারী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।