বায়ুদূষণের কারণসমূহ আলোচনা করো।

Nil's Niva
0

Q: Discuss The Causes of Air Pollution.

প্রশ্নঃ বায়ুদূষণের কারণসমূহ আলোচনা করো। 

উত্তর- উৎসের বিচারে বায়ুদূষণের কারণগুলিকে দুটি শ্রেণিতে ভাগ করা যায়-

[i] প্রাকৃতিক কারণ 

[ii] মনুষ্যসৃষ্ট কারণ


[i] প্রাকৃতিক কারণ-

  প্রাকৃতিক উৎস থেকে আগত দূষক পদার্থ দ্বারা দূষিত হলে তাকে প্রাকৃতিক দূষক বলে। এগুলি হল নিম্নরূপ: 

[A] অগ্ন্যুদগম: আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎদম-এর সময় প্রচুর পরিমাণে ধূলিকণা, ছাই প্রকৃতির সঙ্গে কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড প্রভৃতি ক্ষতিকারক গ্যাস নির্গত হয় যা প্রধান দূষক হিসেবে কাজ করে।

[B] দাবানল: অরণ্য অঞ্চলে অত্যধিক শুষ্কতার কারণে দাবানলের সৃষ্টি হয়। এতে বায়ুমন্ডলে প্রচুর পরিমাণে ছাই, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রভৃতি সংযোজিত হয়ে ব্যাপক এলাকায় বায়ুদূষণ ঘটায়।

[C] বাষ্পীভবন ও বাষ্পমোচন: অতিরিক্ত বাষ্পীভবন এবং বাষ্পমোচন প্রক্রিয়ায় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ে, যার ফলে জলীয়বাষ্পের সঙ্গে মিশ্রিত অক্সাইড সালফাইড যৌগ প্রভৃতি বায়ুতে যুক্ত হয়ে বায়ুদূষণ ঘটায়।

[D] ঝড়-ঝঞ্ঝা: শুষ্ক মরু অঞ্চলের ধূলিঝড়, সাইক্লোন, টর্নেডোর মতো বিধ্বংসী ঘূর্ণিঝড়-এর ফলে বিপুল পরিমাণে ধূলিকণা বাতাসে বিস্তৃত অঞ্চলে বায়ুদূষণ ঘটায়।

[E] মৃত জৈব পদার্থের পচন: জীবাণু বা ব্যাকটেরিয়া মৃতদেহকে বিয়োজিত করার সময় উৎপন্ন বিভিন্ন বিষাক্ত গ্যাস, যেমন- মিথেন, হাইড্রোজেন সালফাইড প্রভৃতি বায়ুতে সংযুক্ত হয়ে বায়ুকে দূষিত করে।

[F] বহির্জগৎ বস্তু: পৃথিবীর বায়ুমণ্ডলে মহাকাশ থেকে আগত বিভিন্ন বস্তু, যেমন-উল্কা, গ্রহাণুপুঞ্জের ধূলিকণা প্রভৃতি বায়ুদূষণ ঘটাতে সক্ষম।

[ii] মনুষ্যসৃষ্ট কারণ 

        সাম্প্রতিককালে বায়ু দূষিত হওয়ার জন্য অন্যান্য প্রাকৃতিক কার্যাবলির সঙ্গে মনুষ্যসৃষ্ট বিভিন্ন কার্যাবলি বায়ু দূষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। মানুষের জীবনযাত্রা, রীতিনীতির পরিবর্তন, অর্থনৈতিক ও সামাজিক ক্রিয়াকলাপ প্রভৃতি বৃদ্ধির সঙ্গে বায়ুদূষণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

[A] শিল্পাঞ্চল: আধুনিক মানবসভ্যতার অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হল শিল্প। বিভিন্ন ধরনের শিল্পকেন্দ্র বিস্তারের সঙ্গে সঙ্গে সেখান থেকে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাই- অক্সাইড, হাইড্রোকার্বন, ধাতব কণা, ধোঁয়া, ছাই প্রভৃতি নিঃসরণ বৃদ্ধি পেয়েছে যা অধিক পরিমাণে বায়ুদূষণের প্রধান কারণ। তাই ফোটো- রাসায়নিক শিল্প স্থাপনের পর থেকে হলদিয়া সহ বিভিন্ন শিল্পাঞ্চলে বায়ুদূষণ অধিক পরিমাণে ঘটে থাকে।

[B] যানবাহন: বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বৃদ্ধি ও অতিরিক্ত জীবাশ্ম জ্বালানির দহনের ফলে নির্গত সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড-এর পরিমাণ বায়ুতে বেড়ে গেছে যা বায়ুকে ব্যাপকভাবে দূষিত করছে। বর্তমানে ভারতের প্রধান চারটি নগর- মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই-এ ব্যাপক বায়ুদূষণ হয় এবং দিল্লি পৃথিবীর প্রধান বায়ু দূষিত শহরগুলির শীর্ষ তালিকায় রয়েছে।

[C] গৃহস্থ জ্বালানি দহন: কয়লা, গ্যাস, কেরোসিন প্রভৃতি দহনে উৎপন্ন হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড প্রভৃতি বাতাসে মিশে বায়ু দূষণ ঘটায়।

[d] তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র: কয়লা, ডিজেল প্রভৃতি পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের সময় প্রচুর পরিমাণে ছাই, ধোঁয়া, ফ্লাই অ্যাশ প্রভৃতির বাতাসে নির্গমণ ঘটে ও বায়ুদূষণে সক্রিয় ভূমিকা নেয়। যেমন- কোলাঘাট, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন অঞ্চলে দূষিত বায়ু পরিবেশের দূষণ সৃষ্টি করেছে।

[E] পারমাণবিক উৎপাদন কেন্দ্র: পারমাণবিক কেন্দ্রে উৎপন্ন তেজস্ক্রিয় পদার্থ, যেমন- ইউরেনিয়াম, থোরিয়াম প্রভৃতি তেজস্ক্রিয় পদার্থের বিকিরণ বায়ুমণ্ডলকে দূষিত করে তুলছে।

[F] কৃষিক্ষেত্র: বর্তমানে বিপুল জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের খাদ্যের চাহিদা মেটানোর জন্য কৃষিক্ষেত্রে ফসলের উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে উচ্চফলনশীল রাসায়নিক সার, বিষাক্ত কীটনাশক প্রভৃতি ব্যবহৃত হচ্ছে, যেটি একসময় বাতাশে মিশে ব্যাপক অঞ্চলে বায়ুদূষণ ঘটাচ্ছে।

[G] রেফ্রিজারেটর শিল্প: এই শিল্পকেন্দ্রে উৎপন্ন ক্লোরোফ্লোরো কার্বন, ক্লোরিন গ্যাস বাতাসকে প্রভূত পরিমাণে দূষিত করে ও বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের স্তরে ব্যাপক ক্ষতি সাধন করে।



জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore