প্রশ্ন- দ্বিতীয় চন্দ্রগুপ্ত কর্তৃক শক রাজ্য জয়ের গুরুত্ব কী?
[What was the importance of the victory of Chadragupta II over the Saka kingdom?]
উত্তরঃ মন্ত্রী বীরসেন-এর উদয়গিরি গুহালিপিতে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শক অভিযানের উল্লেখ রয়েছে। শকদের সম্পূর্ণ পরাভূত করে তিনি মালব, গুজরাট ও সৌরাষ্ট্র অধিকার করেন। শক অধিপতি তৃতীয় বুদ্রসিংহকে পরাস্ত করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ভারতে চারশো বছরেরও বেশি সময় ধরে বিদেশি শাসনের অবসান করেন। গুপ্ত সাম্রাজ্য এর ফলে পূর্বে বঙ্গোপসাগর থেকে পশ্চিমে আরব সাগর পর্যন্ত বিস্তৃত হয়। শক শাসিত অঞ্চল ছিল অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ। ওই অঞ্চল গুপ্ত সাম্রাজ্যভুক্ত হওয়ায় তা গুপ্ত সাম্রাজ্যের অর্থনৈতিক উন্নতির সহায়ক হয়েছিল। ভূগুকচ্ছ ও অন্যান্য বন্দর গুপ্ত সাম্রাজ্যভুক্ত হওয়ায় পশ্চিমী দেশগুলির, বিশেষ করে রোমের, সঙ্গে সমৃদ্ধ বাণিজ্যের ওপর গুপ্তদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।