'দেবী-চন্দ্রগুপ্তম্' নাটকটি ভারত ইতিহাসের কোন্ ঘটনার উপর আলোকপাত করে?

Nil's Niva
0

প্রশ্ন- 'দেবী-চন্দ্রগুপ্তম্' নাটকটি ভারত ইতিহাসের কোন্ ঘটনার উপর আলোকপাত করে?

[On which incident of Indian history does the drama 'Devi Chandraguptam' throw light?]

উত্তরঃ বিশাখা দত্তের লেখা 'দেবী চন্দ্রগুপ্তম্' নাটক থেকে জানা যায় যে সমুদ্রগুপ্তের মৃত্যুর পরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত নয়, তাঁর জ্যেষ্ঠভ্রাতা রামগুপ্ত গুপ্ত সিংহাসনে আরোহণ করেন। তিনি এক শক রাজার হাতে পরাজিত হয়ে নিজ রানি ধ্রুবা দেবীকে তাঁর হাতে তুলে দিয়ে শান্তি ক্রয় করতে রাজি হয়ে যান। এই ব্যবস্থায় কুদ্ধ হয়ে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সেই শক রাজা ও রামগুপ্তকে হত্যা করে গুপ্ত বংশের সম্মান রক্ষা করেন এবং স্বয়ং সিংহাসনে আরোহণ করেন।


জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore