প্রশ্ন- গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য প্রধান প্রধান কারণগুলি কী কী?
[What were the principal causes of the disintegration of the Gupta Empire?]
উত্তরঃ স্কন্দগুপ্তের পরবর্তী গুপ্তসম্রাটদের দুর্বলতা, রাজবংশে অন্তঃকলহ, সামস্ত রাজাদের স্বাধীনতা স্পৃহা, সামরিক দুর্বলতা এবং সর্বোপরি হুণ আক্রমণ গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য দায়ী ছিল। আধুনিক ঐতিহাসিকদের মতে অবশ্য সাম্রাজ্যের পতনের প্রকৃত কারণ নিহিত ছিল অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে। গুপ্ত রাজকোশাগারের একটা বড়ো অংশ পূরণ করত পশ্চিম এশিয়া ও রোমে রপ্তানিকৃত পণ্যসামগ্রীর ওপর ধার্য শুল্ক থেকে। কিন্তু চতুর্থ ও পঞ্চম শতকে বর্বর আক্রমণে রোমান সাম্রাজ্য বিপন্ন হয়ে পড়লে ভারত-রোম বাণিজ্যের ব্যাপক অবনতি ঘটে যার ফলে সরকারি অর্থাগমের প্রধান উৎসটি বন্ধ হয়ে যায়। বৈদেশিক বাণিজ্যের অবনতি গুপ্ত সাম্রাজ্যের অর্থনৈতিক ভিত্তিকে একেবারে দুর্বল করে পতনের পথ প্রশস্ত করেছিল। অপরাপর কারণগুলি সেই পতনকে ত্বরান্বিত করেছিল মাত্র একথা বলা যায়।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।