প্রশ্ন: চালুক্য শাসনব্যবস্থা সম্পর্কে আলোচনা করো।

Nil's Niva
0

প্রশ্ন: চালুক্য শাসনব্যবস্থা সম্পর্কে আলোচনা করো।

*****************************************

উত্তর: চালুক্য শাসনব্যবস্থা ছিল রাজতান্ত্রিক। রাজপদ ছিল বংশানুক্রমিক। উত্তরাধিকার সূত্রে রাজা সিংহাসনে আরোহণ করতেন। চালুক্য শাসনে রাজার ভূমিকাই ছিল প্রধান। প্রশাসন, সামরিক বিভাগ ও বিচার বিভাগে বাদামির চালুক্যবংশীয় শাসকগণ পরমেশ্বর, রাজাধিরাজ পরমেশ্বর, মহারাজ, মহারাজাধিরাজ পরেমশ্বর, পরমভট্টারক শ্রী পৃথিবী বল্লভ প্রভৃতি অভিধা গ্রহণ করতেন।

       চালুক্যদের শাসনব্যবস্থা ছিল গুপ্ত শাসনব্যবস্থার অনরূপ। চালুক্য লেখমালা থেকে বিভিন্ন পদাধিকারীর নাম পাওয়া যায়। যেমন-মহাসন্ধিবিগ্রহিক, বিষয়পতি (জেলার ভারপ্রাপ্ত কর্মচারী), গ্রামকুঠ (গ্রামের প্রধান), মহত্তরাধিকারী (মান্যগণ্য ব্যক্তিদের সংস্থা) ইত্যাদি।

       হিউয়েন সাঙ চালুক্যদের পরাক্রম ও সুশাসনের উল্লেখ করেছেন, কিন্তু চালুক্য শাসনব্যবস্থার খুঁটিনাটি খবর তাঁর ভ্রমণবৃত্তান্ত থেকে পাওয়া যায় না। হিউয়েন সাঙ লিখেছেন, চালুক্য রাজগণ প্রজা কল্যাণমূলক কাজ করতেন। তাঁর বিবরণ অনুসারে চালুক্য রাজ্যে জনসাধারণ ছিল সৎ, সুখী ও সমৃদ্ধশালী। চালুক্য রাজাদের যথেষ্ট জনপ্রিয়তা ছিল। চীনা পর্যটক পুলকেশীর শাসনব্যবস্থার প্রশংসা করেছেন এবং তাঁর জনহিতকর কাজের উল্লেখ করেছেন। সামন্তরাজগণ তাঁর প্রতি অনুগত ছিলেন। চালুক্য রাজ্যের কিছু অংশ ছিল রাজার প্রত্যক্ষ শাসনে, বাকি অংশে ছিল সামন্তদের শাসন।

          প্রশাসনিক কাজে চালুক্যরাজকে নিয়মিত সাহায্য করতেন রাজকর্মচারীগণ। একজন গুরুত্বপূর্ণ পদাধিকারী 'মহাসন্ধিবিগ্রহিক'। কোন্ রাজ্য জয় করতে হবে, কোন্ রাজ্যের সঙ্গে সন্ধি করতে হবে, কোন রাজ্যকে সামন্ত রাজ্য রূপে স্বীকৃতি দিতে হবে এই সব বিষয় বিবেচনা করার দায়িত্ব মহাসন্ধিবিগ্রহিকের ওপরে ন্যস্ত ছিল।

          চালুক্য ভূমিদানপত্র থেকে জানা যায়, বিষয়পতি ছিলেন জেলার ভারপ্রাপ্ত শাসন, গ্রামকুট বা গ্রাম প্রধান, গ্রামভোগিক, মহত্তরাধিকরণ বা গ্রাম সমাজে বিভিন্ন শ্রেণির প্রবীণ ব্যক্তি (এরা গ্রাম শাসনের হিসাব রক্ষার সঙ্গে যুক্ত)। গ্রাম স্বায়ত্তশাসনাধিকার ভোগ করত, গ্রামের শাসন পরিচালনা করত, 'সভা' হবে তথাপি সরকারি কর্মচারীদের প্রধান্য বজায় ছিল। গ্রামের শাসন সমাজ ও অর্থনীতি ছিল মহাজনদের হাতে। ভূমিরাজস্ব ছিল রাজ্যের আয়ের উৎস।


জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore