তুলনামূলক রাজনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো

Nil's Niva
0

প্রশ্ন- তুলনামূলক রাজনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো।  

*****************************************

উত্তরঃ তুলনামূলক রাজনীতি সম্পর্কে সম্যকভাবে অবহিত হওয়ার জন্য কতকগুলি বিষয় সম্পর্কে সম্যকভাবে অবহিত হওয়া আবশ্যক। এই বিষয়গুলি তুলনামূলক রাজনীতির বৈশিষ্ট্য ও প্রকৃতির পরিচায়ক। এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা দরকার। তুলনামূলক রাজনীতির বিভিন্ন বৈশিষ্ট্য বর্তমান। এই সমস্ত বৈশিষ্ট্যের মধ্যে কতকগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য।

[১] সার্বজনীন দৃষ্টিভঙ্গি-  অ্যালমন্ড ও তাঁর অনুগামীরা তুলনামূলক রাজনীতির আলোচনাকে পাশ্চাত্যের গণ্ডীর মধ্যে আবদ্ধ রাখেন নি। অনগ্রসর ও উন্নয়নশীল দেশের রাজনীতিক ব্যবস্থাকেও এই আলোচনার অন্তর্ভুক্ত করেছেন। তৃতীয় বিশ্বের বিভিন্ন সরকারী কাঠামো ও রাজনীতিক প্রক্রিয়ার পর্যালোচনাকে এর অন্তর্ভুক্ত করা হয়েছে। অ-ইউরোপীয় দেশগুলিও তুলনামূলক রাজনীতির আলোচনার অন্তর্ভুক্ত। তুলনামূলক রাজনীতিতে উন্নত রাজনীতিক ব্যবস্থার আলোচনা যেমন আছে, তেমনি অ্যাফ্রো-এশিয় পশ্চাদপদ ও দরিদ্র দেশগুলির রাজনীতিক ব্যবস্থার আলোচনাও আছে এবং তুলনামূলক রাজনীতির দৃষ্টিভঙ্গিকে সর্বজনীন করার জন্য উন্নয়নশীল সমাজের রাজনীতিক ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। শুধু তাই নয়, আধুনিক রাজনীতিক ব্যবস্থার মত অতীতের রাজনীতিক ব্যবস্থাও এই আলোচনার অন্তর্ভুক্ত। এই কারণে তুলনামূলক রাজনীতির দৃষ্টিভঙ্গি হল সর্বজনীন।

[২] আলোচনার ব্যাপকতর ভিত্তি

আধুনিক তুলনামূলক রাজনীতি ব্যাপকতর ভিত্তির উপর প্রতিষ্ঠিত। বিশ্বরাজনীতির পরিবর্তিত পটভূমিতে তুলনামূলক রাজনীতির ভূমিকা তাৎপর্যপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে অ্যাফ্রো-এশিয় অনেক দেশ স্বাধীনতা লাভ করে। সদ্য স্বাধীন এই দেশগুলি সম্মিলিত জাতিপুঞ্জ সমেত বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সদস্যপদ গ্রহণ করে। এই সমস্ত দেশের পরিবর্তিত রাজনীতিক পরিস্থিতি, রাজনীতিক কাঠামো, সরকারী কাজকর্ম পরিচালনার প্রক্রিয়া, আর্থ-সামাজিক অবস্থা প্রভৃতি রাজনীতিক সমাজবিজ্ঞানীদের মধ্যে বিশেষ আগ্রহের উদ্রেক করে। তবে তাঁরা প্রধানত পশ্চিমী উদারনীতিক গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে সংশ্লিষ্ট বিষয়গুলি বিচার-বিশ্লেষণ করেন।

[৩] আনুষ্ঠানিকতা বর্জিত-  তুলনামূলক রাজনীতি অনুষ্ঠানিকতা-কে এড়িয়ে চলে। তুলনামূলক রাজনীতির আলোচনা আনুষ্ঠানিকতা বর্জিত এবং আইনানুমোদিত প্রতিষ্ঠানের আলোচনার মধ্যে সীমাবদ্ধ নয়। এই আলোচনায় আইনানুমোদিত প্রতিষ্ঠানসমূহের বাইরে রাজনীতিক প্রতিষ্ঠান, বিভিন্ন সংস্থা, আচার-আচরণ, কার্যকলাপ প্রভৃতির উপর জোর দেওয়া হয়। রাজনীতিক ব্যবস্থার তুলনামূলক আলোচনায় রাজনীতিক ক্ষমতা ও কার্যাবলী এবং রাজনীতিক প্রক্রিয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়। কতকগুলি কার্যকাঠামোগত-র ভিত্তিতে বিভিন্ন রাজনীতিক ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করা হয়। 

[৪] রাজনীতির উপর সামাজিক পরিবেশের প্রভাব-  রাজনীতির উপর সামাজিক পরিবেশের প্রভাবকে অস্বীকার করা যায় না। আধুনিককালের তুলনামূলক রাজনীতিতে এই প্রভাবের উপর গুরুত্ব আরোপ করা হয়। আর্থনীতিক বৈষম্য এবং জাতি ও কুলগত গোষ্ঠী, আঞ্চলিক ও ভাষাগত পার্থক্য প্রভৃতির ভিত্তিতে সমাজজীবনে বিভিন্ন শ্রেণীর মধ্যে সংঘাত দেখা দিতে পারে ও দেয়। এবং রাজনীতির উপর এসবের প্রভাব পড়ে। তবে রাজনীতিও সামাজিক পরিবেশকে প্রভাবিত করে। যাইহোক এই সমস্ত কারণের জন্য রাজনীতির ধরন-ধারণ অবিরত পরিবর্তনশীল।

[৫] মূল্যমান নিরপেক্ষতা- তুলনামূলক রাজনীতির আলোচনাকে মূল্যমান-নিরপেক্ষ করার প্রবণতা পরিলক্ষিত হয়। তুলনামূলক রাজনীতিতে মূল্যবোধযুক্ত আলোচনাকে পরিহার করা হয়। এখানে রাজনীতিকে আদর্শগত দিক থেকে নয়, বাস্তবতার পরিপ্রেক্ষিতে পর্যালোচনা করা হয়। এখানে আদর্শ ও মূল্যবোধের কোন স্থান নেই। তার ফলে তুলনামূলক রাজনীতিতে মূলবোধযুক্ত তত্ত্বের পরিবর্তে মূল্যমান নিরপেক্ষ তত্ত্বের উদ্ভব ও বিকাশ ঘটেছে।



জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore