ছড়া ও প্রবাদের মধ্যে পার্থক্য কী?

Nil's Niva
0

প্রশ্ন- ছড়া ও প্রবাদের মধ্যে পার্থক্য কী?

*****************************************

উত্তরঃ ছড়া ও প্রবাদের মধ্যে পার্থক্যগুলি হল-


  • ছড়া:

১. চিরন্তন মানুষের শাশ্বত বিশ্বাসটি লক্ষ করা যায় ছড়ায়।

২. ছড়া সহজ-সরল-শিশু সাহিত্য।

৩. ছড়া অসংলগ্ন, চিরন্তন, ব্যঞ্জনাহীন, সহজ- সরলতার গুণে স্পন্দিত।

৪. ছড়ায় বিশ্বাসের ভাব প্রকাশিত, তা চিরন্তন সত্য।

৫. রূপের দিকে ছড়া দীর্ঘতর।

৬. রচনার দিকে ছড়া শিথিল।


প্রবাদ:

১. প্রবাদের মধ্যে মানুষের বিশ্বাসের ভাব প্রকাশ পায় না।

২. প্রবাদ ব্যঙ্গ, বিদ্রুপ, তীক্ষ্ণ, ঝাঁজালো, শ্লেষ, বক্রোক্তি, রূপকের দ্বারা আবৃত বাক্য।

৩. প্রবাদ অভিজ্ঞতালব্ধ সমাজের অভিব্যক্তি।

৪. প্রবাদের মধ্যে অবিশ্বাসের ভাব প্রকাশিত। সমাজজীবনের সঙ্গে সঙ্গে মনোভাবও পরিবর্তনশীল। তাই চিরন্তন সত্য নয়।

৫. প্রবাদ তুলনামূলক সংক্ষিপ্ত।

৬. প্রবাদ দৃঢ় সংবদ্ধ বা আঁটো-সাঁটো।


জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore