প্রশ্ন- ভৌগোলিক দিক থেকে ভারতকে কত ভাগে ভাগ করা যায় ও কী কী?

Nil's Niva
0

প্রশ্ন- ভৌগোলিক দিক থেকে ভারতকে কত ভাগে ভাগ করা যায় ও কী কী?

******************************************

উত্তর- প্রাচীন ভারতীয় সাহিত্যে ভারতকে ভৌগোলিক দিক থেকে মোট পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। যথা- 1.উত্তরাপথ-উত্তর-পশ্চিম ভারত, 2. মধ্যদেশ-গাঙ্গেয় উপত্যকা, 3.অপরান্ত বা প্রতীচ্য-পশ্চিম ভারত, 4.প্রাচ্য-পূর্বদেশ বা পূর্ব ভারত এবং 5.দক্ষিণাপথ বা দাক্ষিণাত্য।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore