উত্তর ও দক্ষিণ ভারত অভিযানের ক্ষেত্রে সমুদ্রগুপ্ত ভিন্ন ভিন্ন নীতি অনুসরণ করেছিলেন কেন? [Why did Samudragupta adopt different policies in his North and South Indian campaigns?]

Nil's Niva
0

প্রশ্ন- উত্তর ও দক্ষিণ ভারত অভিযানের ক্ষেত্রে সমুদ্রগুপ্ত ভিন্ন ভিন্ন নীতি অনুসরণ করেছিলেন কেন? 

[Why did Samudragupta adopt different policies in his North and South Indian campaigns?]

উত্তরঃ সমুদ্রগুপ্ত উত্তর ও দক্ষিণ ভারত অভিযানের ক্ষেত্রে একই নীতি অনুসরণ করেননি। উত্তর ভারত অভিযানে তাঁর ছিল 'সর্বরাজোচ্ছেত্তা' অর্থাৎ, সকল রাজার উচ্ছেদকারীর ভূমিকা। এখানকার ন'জন রাজাকে পরাজিত করে তিনি তাঁদের রাজ্য দখল করেছিলেন। কিন্তু দক্ষিণ ভারত অভিযানে তাঁর ছিল 'গ্রহণ-মোক্ষ-অনুগ্রহ নীতি'। দক্ষিণ ভারতের রাজাদের পরাজিত করে তিনি তাঁদের নিজ রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। রাজ্য ফিরে পেলেও অবশ্য দক্ষিণ ভারতের রাজারা সার্বভৌম অধিকার ফিরে পাননি, তাঁরা গুপ্ত সার্বভৌমত্বের অধীনে স্বায়ত্তশাসনের অধিকার লাভ করেছিলেন। দাক্ষিণাত্যের ক্ষেত্রে এই ভিন্ন নীতি অনুসরণে সমুদ্রগুপ্তের চিত্তের ঔদার্য থেকে বাস্তববোধ ও রাজনীতিজ্ঞানের পরিচয় পাওয়া যায়। রাজধানী পাটলিপুত্র থেকে সুদূর দক্ষিণ ভারত প্রত্যক্ষ শাসনাধীনে রাখা তখনকার দিনে সম্ভব ছিল না বলেই সমুদ্রগুপ্ত এই নীতি গ্রহণ করেছিলেন।


জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore