প্রশ্ন- গুপ্ত যুগে ভারতে বিজ্ঞান-চর্চা বিষয়ে কী জান?
[What do you know about the cultivation of Science in India during the Gupta period?]
উত্তরঃ গুপ্ত যুগ ভারতের ইতিহাসে বিজ্ঞানচর্চার ক্ষেত্রে ছিল দীপ্তিমান। পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জ্যোতিষ, জ্যোতির্বিদ্যা ও চিকিৎসাবিজ্ঞানে তখন অভূতপূর্ব উন্নতি হয়েছিল। বিজ্ঞানসাধক আর্যভট্ট এই যুগেই গণিতের উপর ভিত্তি করে গ্রহ নক্ষত্রের অবস্থিতি ব্যাখ্যা করেন। 'আর্যভট্টয়ম্' নামক গ্রন্থটি তাঁর এক অসাধারণ মৌলিক রচনা। তিনিই প্রথম পৃথিবীর আহ্নিক গতি আবিষ্কার করে দিন ও রাত্রির কারণ ব্যাখ্যা করেন। গুপ্ত যুগে গণিতচর্চার শ্রেষ্ঠ নিদর্শন দশমিক পদ্ধতির আবিষ্কার, যা বিশ্বের সর্বত্র গৃহীত হয়েছিল। বরাহমিহির জ্যোতির্বিদ্যা ও জ্যোতিষ সংক্রান্ত গ্রন্থ 'পঞ্চসিদ্ধান্তিকা' রচনা করে খ্যাতিলাভ করেন। এই যুগের আর একজন প্রখ্যাত গণিতবিদ ছিলেন ব্রহ্মগুপ্ত এবং রসায়নবিদ ছিলেন নাগার্জুন। চিকিৎসাবিজ্ঞানে অসাধারণ পারদর্শিতা দেখিয়েছিলেন শল্যবিদ শুশ্রুত এবং চিকিৎসক ধন্বন্তরী। ওই যুগে ধাতুবিদ্যায় অগ্রগতির অসাধারণ নিদর্শন রয়েছে দিল্লির মেহেরৌলির লৌহস্তম্ভে।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।