শিক্ষামনোবিদ্যার ধারণা ও অর্থ আলোচনা করো।

Nil's Niva
0

প্রশ্ন- শিক্ষামনোবিদ্যার ধারণা ও অর্থ আলোচনা করো। 

[Discuss the Concept and Meaning of Educational Psychology.]  

উত্তরঃ শিক্ষামনোবিদ্যার ধারণা ও অর্থকে সম্পূর্ণরূপে উপলব্ধি করতে এখানে বিভিন্ন মনোবিদদের মতামত তুলে ধরা হল।   

  • কোলম্যান-এর মতে, এটি একটি ফলিত মনোবিদ্যার ক্ষেত্র যা শিক্ষার জন্য নিয়োজিত।
  • ই এ পিল বলেছেন, শিক্ষামনোবিদ্যা হল শিক্ষার বিজ্ঞান।
  • স্কিনার-এর মতে, শিক্ষামনোবিদ্যা মনোবিদ্যার সেই শাখা যা শিক্ষণ ও শিখন সম্বন্ধে আলোচনা করে।
  • ক্রো এবং কো -এর মতেকোনো ব্যক্তির জন্ম থেকে বার্ধক্য অবধি যে শিখন অভিজ্ঞতা হয় তার বিবরণ ও ব্যাখ্যা দেওয়া হল শিক্ষামনোবিদ্যা।

       অর্থাৎ, আমরা বলতে পারি যে, শিক্ষামনোবিদ্যা হল মনোবিদ্যার একটি ফলিত শাখা, যা শিখন অভিজ্ঞতা, শিক্ষণ ও শিখন নিয়ে চর্চা করে। 


জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282; 7076398606


জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore