প্রশ্ন- স্থিতিশীল উন্নয়নের প্রধান নীতি বা উদ্দেশ্য আলোচনা করো।
[Discuss The Principles/Objectives of Sustainable Development.]
উত্তরঃ স্থিতিশীল উন্নয়নের প্রধান নীতি বা উদ্দেশ্য হল-
1. এমনভাবে সম্পদের ব্যবহার করা, যাতে সামাজিক ন্যায় বজায় থাকে।
2. জীববৈচিত্র্যের সংরক্ষণ করা।
3. দারিদ্র্য বিমোচন করা।
4. প্রাকৃতিক বাসস্থান সুরক্ষা করা।
5. প্রাকৃতিক সম্পদের ব্যবহার এবং সংরক্ষণ করা।
6. পরিবেশ রক্ষা করা।
7. পরিবেশ সম্পর্কিত বিষয়গুলি বিশ্বের পরিপ্রেক্ষিতে দেখা।
৪. বৈজ্ঞানিক পদ্ধতিতে সম্পদের ব্যবহার করা।
9. মানুষকে বিশ্ব সম্পদের সীমাবদ্ধতা সম্পর্কে বেঝানো।
10. মানুষের গুণগত মানের বিকাশ-ভালো স্বাস্থ্য, শিক্ষা ও উচ্চ মাথা পিছু আয় করা।
11. স্থিতিশীল উন্নয়নের জন্য সকলের অংশগ্রহণ আবশ্যক।
12. সম্পদের পুনর্ব্যবহার করা।
13. সহযোগিতার দায়বদ্ধতার নীতি ।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।