বিধানসভার ক্ষমতা ও কার্যাবলি সম্পর্কে আলোচনা করো।

Nil's Niva
0

প্রশ্ন- বিধানসভার ক্ষমতা ও কার্যাবলি সম্পর্কে আলোচনা করো।   

ত্তরঃ রাজ্য বিধানসভার ক্ষমতা ও কার্যাবলি সম্পর্কে আলোচনা করা হল-

[1] আইন প্রণয়ন-  সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভার সমগ্র রাজ্য বা রাজ্যের যে-কোনো অংশের জন্য আইন প্রণয়ন করার ক্ষমতা রয়েছে। রাজ্য তালিকাভুক্ত সমস্ত বিষয়ে এককভাবে আইন প্রণয়নের অধিকারী হল বিধানসভা। যুগ্ম তালিকাভুক্ত বিষয়েও বিধানসভা আইন প্রণয়ন করতে পারে।

[2] শাসন বিভাগকে নিয়ন্ত্রণ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের সদস্যদের নিয়ে রাজ্য মন্ত্রীসভা গঠিত হয়। রাজ্য মন্ত্রীসভার স্থায়িত্ব বিধানসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থার ওপর নির্ভরশীল। সংসদীয় গণতন্ত্রের নীতি অনুযায়ী, রাজ্য বিধানসভা রাজ্য মন্ত্রীসভার প্রতি অনাস্থাজ্ঞাপন করলে মন্ত্রীসভাকে পদত্যাগ করতে হয়।

        সংসদীয় গণতন্ত্রে রাজ্যের শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা সর্বতোভাবে বিধানসভা ভোগ করে থাকে। প্রশ্ন জিজ্ঞাসা, মুলতুবি প্রস্তাব উত্থাপন, ছাঁটাই প্রস্তাব উত্থাপন, অনাস্থা প্রস্তাব উত্থাপন প্রভৃতির সাহায্যে বিধানসভা রাজ্যের মন্ত্রীসভাকে নিয়ন্ত্রণ করে থাকে। রাজ্য মন্ত্রীসভা যৌথভাবে বিধানসভার কাছে দায়বন্ধ থাকায় মন্ত্রীসভা সমস্ত কাজের জন্য বিধানসভার কাছে জবাবদিহি করতে বাধ্য। বিধানসভায় কোনো মন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যাত হলে সমগ্র মন্ত্রীসভাকে পদত্যাগ করতে হয়।

[3] অর্থ সংক্রান্ত ক্ষমতা-  সংসদীয় গণতন্ত্রের রীতি অনুসারে রাজ্যের অর্থসংক্রান্ত যাবতীয় ক্ষমতা একমাত্র বিধানসভার হাতেই রয়েছে। অর্থবিলের বিষয়ে রাজ্য বিধানসভার স্পিকারকে একটি সার্টিফিকেট দিতে হয়। বাজেট অনুমোদনের মাধ্যমে বিধানসভা রাজ্য সরকারের কর আরোপ, কর সংগ্রহ ও ব্যয়বরাদ্দের ক্ষমতা নিয়ন্ত্রণ করে। বিধানসভার অনুমোদন ছাড়া রাজ্য সরকার কোনো কর আরোপ, কর বিলোপ বা কর হারের পরিবর্তন করতে পারে না।

[4] সংবিধান সংশোধন-  সংবিধান সংশোধনের মূল ক্ষমতা পার্লামেন্টের হাতে থাকলেও রাজ্য বিধানসভার হাতে কিছু ক্ষেত্রে বিশেষ ক্ষমতা রয়েছে। যুক্তরাষ্ট্রীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে সংবিধান সংশোধন করতে গেলে 2৪টি রাজ্য-আইনসভার মধ্যে অর্ধেকের অনুমোদন প্রয়োজন হয়। এই বিষয়গুলির মধ্যে উল্লেখযোগ্য হল-কেন্দ্র-রাজ্যের ক্ষমতা বণ্টন, রাষ্ট্রপতি নির্বাচন, সুপ্রিমকোর্ট ও হাইকোর্ট-সম্পর্কিত বিষয় প্রভৃতি। 

[5] অন্যান্য ক্ষমতা-

I. বিধানসভা বিভিন্ন বিষয়ে সংবাদ ও তথ্য সরবরাহের ব্যাপারে কার্যকরী ভূমিকা পালন করে। বিধানসভায় প্রশ্নোত্তরকালে মন্ত্রীরা যেসব তথ্য জানান তা গণমাধ্যমগুলিতে প্রচারিত হওয়ায় জনগণ সেসব বিষয়ে অবগত হয়।

II. বিধানসভার সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ও রাজ্যসভার প্রতিনিধিদের নির্বাচনে অংশগ্রহণ করে থাকেন। 

III. রাজ্যের রাষ্ট্রকৃত্যক কমিশন এবং অডিটর জেনারেলের রিপোর্ট বিধানসভায় পর্যালোচনা করা হয়।

IV. কোনো রাজ্যের নাম বা সীমানা পুনর্গঠনজনিত বিল পার্লামেন্টে উত্থাপিত হওয়ার আগে রাষ্ট্রপতি বিধানসভার সদস্যদের মতামত জেনে নেন।

V. গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে প্রস্তাব গ্রহণ করার ক্ষমতাও বিধানসভার রয়েছে।


জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282; 7076398606


জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore