প্রশ্ন- সমাজে প্রাথমিক গোষ্ঠীর ভূমিকা বা গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো।
উত্তরঃ সমাজবিজ্ঞানী Charles Horton Cooley তাঁর 'Social Organization' গ্রন্থে সম্পর্কের ওপর ভিত্তি করে সামাজিক গোষ্ঠীকে দুটি ভাগে ভাগ করেছেন। প্রথমটি, প্রাথমিক গোষ্ঠী ও দ্বিতীয়টি, গৌণ গোষ্ঠী। প্রাথমিক গোষ্ঠী আমরা সেই গোষ্ঠীকে বলে থাকি, যে গোষ্ঠীর সদস্যদের মধ্যে প্রত্যক্ষ মুখোমুখি সম্পর্ক বর্তমান। যেমন-পরিবার। পরিবারব্যবস্থাই হল এমন একটা সামাজিক সংগঠন যেখানে তার সদস্যদের মধ্যে গভীর আন্তরিকতার সম্পর্ক লক্ষ করা যায়। সমাজব্যবস্থায় প্রাথমিক গোষ্ঠীর অন্যতম এক অংশ হিসেবে পরিবার-ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। সমাজব্যবস্থায় প্রাথমিক গোষ্ঠীর গুরুত্বগুলিকে নীচে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হল-
[১] সমাজব্যবস্থায় প্রাথমিক গোষ্ঠী তার সদস্যদের মধ্যে গভীর আন্তরিকতাবোধ বা আমরা বোধের সৃষ্টি করে, যা গোষ্ঠীর সদস্যদের আরও সংঘবদ্ধ করে তোলে।
[২] প্রাথমিক গোষ্ঠীসমাজে তার সদস্যদের প্রাথমিক চাহিদাগুলি, যথা-খাদ্য, বস্তু ও বাসস্থান প্রভৃতি মিটিয়ে থাকে। এই দিক দিয়ে প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের সামাজিক নিশ্চয়তা বা নিরাপত্তা প্রদান করে।
[৩] সমাজে ব্যক্তির স্নেহ, প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, সহানুভূতি ও সহমর্মিতা প্রভৃতি জাগ্রত হয় প্রাথমিক গোষ্ঠীতে থেকে। এই প্রাথমিক গোষ্ঠীতেই সে তার দুঃখ, কষ্ট, বেদনা ও যন্ত্রণা প্রকাশ করে থাকে।
[৪] জন্মসূত্রে একজন ব্যক্তি যেহেতু সর্বপ্রথম প্রাথমিক গোষ্ঠীর সদস্য হয়ে ওঠে, সেহেতু উক্ত গোষ্ঠী থেকেই ব্যক্তির শারীরিক ও মানসিক বিকাশ ঘটতে থাকে।
[৫] মানসিক বিকাশের পাশাপাশি প্রাথমিক গোষ্ঠী তার সদস্যদের ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে সাহায্য করে।
[৬] প্রাথমিক গোষ্ঠী একজন ব্যক্তিকে সামাজিক জীব হিসেবে পরিণত করে তোলে তার সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে।
[৭] প্রাথমিক গোষ্ঠী হল সংস্কৃতির ধারক ও বাহক। কারণ এই প্রাথমিক গোষ্ঠীতেই একজন ব্যক্তির সংস্কৃতিচর্চা সম্পন্ন হয়ে থাকে। পাশাপাশি ব্যক্তির ন্যায়-অন্যায় উচিত-অনুচিত এককথায় মূল্যবোধের ধারণা এই গোষ্ঠী থেকেই সঞ্চারিত হয়।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।