ইউরোপে মুদ্রণ বিপ্লবের পটভূমি আলোচনা করো।

Nil's Niva
0

প্রশ্ন- ইউরোপে মুদ্রণ বিপ্লবের পটভূমি আলোচনা করো।

উত্তরঃ ত্রয়োদশ-চতুর্দশ শতকে ইউরোপে মূলত ভেড়ার চামড়া থেকে তৈরি 'পার্চমেন্ট'-এর ওপর হাতে লেখা পুথিই ছিল মানুষের একমাত্র ভরসা। উদাহরণ হিসেবে বলা হয় এগজেম্পলার নামে মূল পুথি নকল করে লেখা নতুন পুথিগুলি বাজারে প্রচুর দামে বিক্রি হত। ত্রয়োদশ-চতুর্দশ শতকের এরূপ হাতে লেখা অ্যারিস্টটলের প্রায় ২০০০টি পুথি পাওয়া গেছে। কিন্তু খ্রিস্টীয় পঞ্চদশ শতকের মাঝামাঝি ইউরোপের মুদ্রণশিল্পে বড়ো ধরনের বিপ্লব ঘটে যায়। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় মুদ্রণ বিপ্লবের পটভূমি হিসেবে কাজ করেছিল।

  • মুদ্রণ বিপ্লবের পটভূমি-    

চিনাদের অবদান- মুদ্রণ বিপ্লবের পটভূমি তৈরিতে চিনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১. পূর্বে 'পার্চমেন্ট'-এ মুদ্রিত বইয়ের মূল্য খুব বেশি হত। কিন্তু চিনদেশে কাগজের উদ্ভব ও প্রচলন শুরু হলে ছাপার খরচ ও বইয়ের দাম এক লাফে অনেকটাই কমে যায়। পঞ্চদশ শতকের মাঝামাঝি চাহিদা অনুযায়ী কাগজের উৎপাদন বৃদ্ধি পায়। ২. চিনদেশে কাঠ ও পাথরের ব্লক খোদাই করে ছাপার পদ্ধতি আবিষ্কৃত হয়। 'Xylography' নামে পরিচিত এই পদ্ধতিতে ছাপার কাজ শুরু হলে হাতে পুথি লেখার পরিশ্রম অনেকখানি কমে যায়।

আরবদের অবদান-  ইউরোপে মুদ্রণ বিপ্লবের অন্যতম দিক ছিল সস্তায় পাঠকের কাছে বই পৌঁছে দেওয়া। কিন্তু কাগজের ব্যাপক প্রসার ছাড়া সস্তায় বিপুল সংখ্যক বই ছাপা সম্ভব হত না। ইউরোপে এই কাজটি সম্ভব করেছিল আরবরা। তারা চিনের যুদ্ধ- বন্দিদের কাছ থেকে কাগজ তৈরির কৌশল শিখলে আরবে কাগজ শিল্পের বিকাশ ঘটে। আরবের বণিকরা আবার খ্রিস্টীয় দ্বাদশ শতকে স্পেনে কাগজ তৈরির পদ্ধতি নিয়ে আসে। পরবর্তী দুশো বছরের মধ্যে কাগজ তৈরির পদ্ধতি ইতালি, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড প্রভৃতি দেশে পৌঁছে গেলে কাগজে ছাপার কাজে গতি আসে।

নবজাগরণের ভূমিকা- ত্রয়োদশ শতক থেকে ইউরোপে বইয়ের চাহিদা বাড়তে শুরু করে। পঞ্চদশ শতকে 'নবজাগরণ'-এর প্রভাবে জ্ঞানচর্চা বৃদ্ধি পাওয়ায় সেই চাহিদা বহুগুণ বেড়ে যায়। ফলে চাহিদার দিকে তাকিয়ে ব্যবসায়ীরা বই মুদ্রণের পরিমাণ বৃদ্ধি করে। মুদ্রণশিল্পে আধুনিক প্রযুক্তির উদ্ভাবনের ফলে চাহিদা অনুসারে বিপুল সংখ্যক মানুষের হাতে সস্তায় বই তুলে দেওয়া সম্ভব হয়। এই সময় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং সাধারণ মানুষের মধ্যে শিক্ষার প্রসার ঘটায় বই কেনার চাহিদা যথেষ্ট বেড়ে যায়।


জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282; 7076398606


জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore