প্রশ্ন- কোপার্নিকাসের বিপ্লব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
উত্তরঃ আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক হলেন পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপারনিকাস (১৪৭৩-১৫৪৩ খ্রি.)। তিনি ব্র্যাকো বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই জ্যোতির্বিজ্ঞানের প্রতি অত্যন্ত আকৃষ্ট হন। ছাত্রাবস্থাতেই তিনি লক্ষ করেন যে, বিশ্বব্রহ্মান্ডের অবস্থান ও গতি-প্রকৃতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচুর ভ্রান্ত ধারণা প্রচলিত হয়েছে।
- কোপারনিকাসের বিপ্লব-
পূর্বতন ভ্রান্ত ধারণা- প্রাচীন ও মধ্য যুগে মানুষ বিশ্বাস করত যে, সূর্য, চন্দ্র-সহ অসংখ্য গ্রহনক্ষত্রের অবস্থান হল মহাকাশে অর্থাৎ আর সেই মহাকাশের নীচে আমাদের এই পৃথিবীর অবস্থান। অন্যদিকে পাশ্চাতের পণ্ডিতদেরও এবিষয়ে সঠিক ধারণা ছিল না। টলেমি ও অ্যারিস্টট্ল বলেছিলেন যে, পৃথিবী হল বিশ্ব-ব্রহ্মান্ডের কেন্দ্রবিন্দু। পৃথিবী স্থির রয়েছে এবং তাকে কেন্দ্র করে সূর্য নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। নবজাগরণের পূর্ব পর্যন্ত টলেমি ও অ্যারিস্টলের ধারণাই ইউরোপে বেদবাক্য বলে মনে করা হত। খ্রিস্টান চার্চও এই প্রাচীন মতবাদকেই সমর্থন করেছিল। প্রচলিত এই মতবাদের বিরুদ্ধে নতুন কোনো মতবাদ মেনে নেওয়া সাধারণ মানুষের পক্ষে সহজসাধ্য ছিল না। কারণ পৃথিবী যে স্থির আছে এবং তাকে কেন্দ্র করে যে সূর্য, চন্দ্র, নক্ষত্ররাজি ঘুরে চলেছে তাই তো খোলা চোখে ধরা পড়ত।
কোপারনিকাসের বক্তব্য- প্রাচীন কালের প্রচলিত চিন্তাধারায় সবচেয়ে জোরালো আঘাত করেছিল নবজাগরণ-প্রসূত নতুন জ্যোতির্বিজ্ঞান। টলেমি, অ্যারিস্টট্লসহ প্রাচীন ও মধ্যযুগীয় চিন্তাবিদদের ভ্রান্ত ধারণার মূলে কুঠারাঘাত করেন নবজাগরণের যুগের অগ্রণী জ্যোর্তিবিদ নিকোলাস কোপারনিকাস। তিনি প্রমাণ করেন যে, পৃথিবী নয়, সৌরজগতের কেন্দ্রে অবস্থান করছে সূর্য। তিনিই সর্বপ্রথম বলেন যে, সূর্য স্থির রয়েছে এবং সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ও অন্যান্য গ্রহগুলি নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। তিনি আরও বলেন যে, শুক্র ও মঙ্গল গ্রহের কক্ষপথের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে পৃথিবীর কক্ষপথ। তাঁর ধারণায় এই বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রে রয়েছে সূর্য।
গবেষণাপ্রসূত রচনাবলি- কোপারনিকাস তাঁর জ্যোতির্বিদ্যার আলোচনায় দিনক্ষণের পূর্বাভাস, সূর্যোদয় ও সূর্যাস্তের লগ্ন, চন্দ্রগ্রহণ প্রভৃতি বিষয়ে বিভিন্ন আভাস দেন। তাঁর 'Cosmographic Mystery' গ্রন্থে এইসব আলোচনা স্থান পেয়েছে। তিনি ১৬০৯ খ্রিস্টাব্দে 'New Astronomy 'গ্রন্থে উল্লেখ করেন যে, গ্রহগুলির কক্ষপথ হল উপবৃত্তাকার এবং তার নাভিও বা ফোকাসে অবস্থান করছে সূর্য। তাঁর গবেষণার সারমর্ম ১৫১০ থেকে ১৫১৪ খ্রিস্টাব্দের মধ্যে 'Commentoriolus' নামে একটি গ্রন্থে প্রকাশিত হয়। পরবর্তীকালে জীবনের শেষ লগ্নে তিনি তাঁর সৌরকেন্দ্রিক মতবাদকে পূর্ণাঙ্গ গ্রন্থাকারে প্রকাশ করেন 'Six Books on the Revolutions of the Celestial Spheres' নাম দিয়ে। বইটি প্রকাশের কিছুদিনের মধ্যেই তাঁর মৃত্যু (১৫৪৩ খ্রি.) হয়।
কোপারনিকাসের বৈপ্লবিক উদ্যোগ- কোপারনিকাসের বক্তব্য সাধারণ মানুষের এবং খ্রিস্টান চার্চ কর্তৃক প্রচারিত ধারণার সম্পূর্ণ বিরোধী ছিল। প্রচলিত ধারণার সম্পূর্ণ বিরুদ্ধে বৈপ্লবিক মতবাদ প্রকাশ করায় তাঁর মতবাদকে 'কোপারনিকাসের বিপ্লব' নামে অভিহিত করা হয়। চার্চ-বিরোধী মতবাদের জন্য কোপারনিকাস কুসংস্কারাচ্ছন্ন ক্যাথোলিক চার্চের বিরাগভাজন হন। তাঁর কয়েকটি পুস্তিকা চার্চ কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু চার্চের সমালোচনা ও প্রতিবাদে তিনি কর্ণপাত করেননি।
পরিণতি- ১৫৪২ খ্রিস্টাব্দের শেষের দিকে কোপারনিকাস সন্ন্যাস ও পক্ষাঘাত রোগে আক্রান্ত হন এবং পরের বছর ২৪ মে সত্তর বছর বয়সে প্রায় নিঃসঙ্গ অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। কিংবদন্তি অনুযায়ী, তাঁর লেখা 'De Revolutionibus Orbium Coelestium' নামে আসন্ন প্রকাশিত গ্রন্থটির একটি কপি তাঁর হাতে তুলে দেওয়া হয়।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।