ভৌগোলিক অভিযানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা কর।

Nil's Niva
0

প্রশ্ন- ভৌগোলিক অভিযানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা কর।

উত্তরঃ 

  • ভৌগোলিক অভিযানের বৈশিষ্ট্য

পঞ্চদশ থেকে সপ্তদশ শতকের ভৌগোলিক অভিযানগুলির প্রধান প্রধান বৈশিষ্ট্য হল-

প্রধান প্রধান দেশ- ভৌগোলিক অভিযান প্রথম শুরু করে পোর্তুগাল। পোর্তুগালের প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রথমদিকে স্পেন এবং কিছু পরে ইংল্যান্ড, হল্যান্ড, ফ্রান্স- সমুদ্রযাত্রা ও উপনিবেশ প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য নেতৃত্ব দেয়। বস্তুত, আটলান্টিক মহাসাগরের তীরবর্তী পশ্চিম ও মধ্য ইউরোপের দেশগুলি ভৌগোলিক অভিযান পরিচালনা করে।

সময়কাল- পোর্তুগালের উদ্যোগে মধ্য পঞ্চদশ শতকে ভৌগোলিক অভিযান শুরু হয়েছিল এবং সপ্তদশ শতক পর্যন্ত এই ধারা লক্ষ করা যায়। অর্থাৎ, প্রায় আড়াইশো বছর ধরে এই অভিযানগুলি পরিচালিত হয়।

রাষ্ট্র ও সংগঠনের সাহায্য-  ভৌগোলিক অভিযানগুলি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন দেশের শাসক ও বণিক-সম্প্রদায়ের পৃষ্ঠপোষকতা ও উৎসাহ লক্ষ করা যায়। যেমন-পোর্তুগালের যুবরাজ হেনরি, স্পেনের রাজা ফার্দিনান্দ ও রানি ইসাবেলা, ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরি, রানি এলিজাবেথ প্রত্যক্ষভাবে সমুদ্র অভিযানগুলিকে সাহায্য করেছিল।

পূর্ব অভিজ্ঞতা ব্যবহার- পূর্বসূরিদের জ্ঞান ও অভিজ্ঞতা পঞ্চদশ-সপ্তদশ শতকের সমুদ্র অভিযানের ক্ষেত্রে সহায়ক হয়েছিল। টলেমির ভূগোল, মার্কোপোলো, ইবনবতুতা, আলমাসুদি, জন, জুরারা প্রমুখের ভ্রমণবৃত্তান্ত ভৌগোলিক অভিযানে উৎসাহ যেমন বৃদ্ধি করেছিল তেমনি সমুদ্র অভিযানের পরিকল্পনা তৈরিতেও সহায়ক হয়েছিল।

বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার-  ভৌগোলিক অভিযানগুলিতে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার দেখা যায়। কম্পাস, অ্যাস্ট্রোল্যাব, মানচিত্র, চার্ট প্রভৃতি ব্যবহার করে ভৌগোলিক অভিযাত্রীরা অজানা দেশে অভিযানসম্পন্ন করেছিলেন।


জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282; 7076398606


জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore