প্রশ্ন- রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা সম্পর্কে লেখো।
[Write about the Veto Power of the President of India.]
উত্তরঃ আইনসভা কর্তৃক প্রেরিত কোনো বিলে অসম্মতি জ্ঞাপন করার ক্ষমতাকে রাষ্ট্রপতির 'ভেটো' ক্ষমতা বলে। রাষ্ট্রপতির এই ভেটো ক্ষমতা প্রধানত তিন প্রকারের- ① পূর্ণাঙ্গ ভেটো, ② স্থগিতকারী ভেটো এবং ③ পকেট ভেটো ।
- ① পূর্ণাঙ্গ ভেটো-
অর্থবিল ও সংবিধান সংশোধনী বিল ব্যতীত রাষ্ট্রপতি যে-কোনো বিলে অসম্মতি জানিয়ে বিলটিকে বাতিল করতে পারেন। সাধারণত বেসরকারি বিলের ক্ষেত্রে অথবা রাজ্য-আইনসভা কর্তৃক প্রণীত বিল রাষ্ট্রপতির কাছে প্রেরিত হলে রাষ্ট্রপতি এই ধরনের ভেটো ক্ষমতা প্রয়োগ করেন। রাষ্ট্রপতি এই ভেটো ক্ষমতা প্রয়োগ করেন কেন্দ্রীয় মন্ত্রীসভার পরামর্শ অনুসারে।
- ② স্থগিতকারী ভেটো-
সংসদে পাশ হওয়া কোনো বিলে সরাসরি সম্মতি বা অসম্মতি না জানিয়ে পুনর্বিবেচনার জন্য বিলটিকে সংসদে ফেরত পাঠানোকে স্থগিতকারী ভেটো বলা হয়। তবে বিলটি যদি পুনরায় সংখ্যাগরিষ্ঠের ভোটে সংসদে পাশ হয়ে রাষ্ট্রপতির কাছে আসে তখন তিনি সেটিতে সম্মতি দিতে বাধ্য থাকেন।
- ③ পকেট ভেটো-
সংসদ কর্তৃক গৃহীত কোনো বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য প্রেরিত হওয়ার পর কতদিনের মধ্যে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট বিলে সম্মতি বা অসম্মতি জ্ঞাপন করবেন বা পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাবেন, সে ব্যাপারে সংবিধানে কোনো নির্দিষ্ট সময়সীমা বলা নেই। ফলে রাষ্ট্রপতি কোনো বিলে সম্মতি বা অসম্মতি না জানিয়ে অথবা সংসদে ফেরত না পাঠিয়ে বিলটিকে অনির্দিষ্ট কালের জন্য নিজের কাছে আটকে রাখতে পারেন। একেই বলা হয় পকেট ভেটো।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।