প্রশ্ন- দিল্লীর সুলতানির ইতিহাসে সুলতান রাজিয়ার কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো। অথবা, টীকা লেখ: সুলতান রাজিয়া।
উত্তরঃ ভারতে মুসলিম শাসনের ইতিহাস একমাত্র মহিলা শাসক ছিলেন সুলতান রাজিয়া। সুলতান রাজিয়া ছিলেন ইলতুৎমিসের কন্যা। ১২৩৬ খ্রিস্টাব্দে ইলতুৎমিসের মৃত্যুর পর সুলতান রাজিয়া দিল্লীর সিংহাসনে আরোহণ করেন।
- সুলতানা রাজিয়ার কৃতিত্ব-
দিল্লীর সুলতানি শাসনের ইতিহাসে রাজিয়ার সিংহাসনে আরোহণ এক বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা।
[i] সিংহাসনে আরোহণ- ইলতুৎমিসের মৃত্যুর পূর্বে পুত্রদের অকর্মণ্যতা লক্ষ্য করে একমাত্র বুদ্ধিমতী, বিদুষী ও সুযোগ্য কন্যা রাজিয়াকে তাঁর উত্তরাধিকারীণী মনোনীত করে যান। কিন্তু সুলতানের মনোনয়ন অগ্রাহ্য করে তুর্কি আমীরগণ রাজিয়ার ভ্রাতা রুকনউদ্দিন ফিরোজকে দিল্লীর সিংহাসনে বসান। খুব সীমিত সময়ের মধ্যেই রুকনউদ্দিন ও যোগ্যতার বিশৃঙ্খলা দেখা দিলে রাজিয়া ১২৩৬ খ্রিস্টাব্দে রুকনউদ্দিন কে হত্যা করে দিল্লীর সিংহাসনে আরোহণ করেন।
[ii] বিদ্রোহ দমন- দিল্লীর সিংহাসনে আরোহণ করার পর সুলতান রাজিয়াকে নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। লাহোর, মূলতান ও বদায়ুনের শাসনকর্তারা তাঁর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দিল্লী অবরোধ করেন। অত্যন্ত দক্ষতার সঙ্গে রাজিয়া সেই বিদ্রোহগুলি দমন করতে সক্ষম হয়েছিল।
[iii] দক্ষ শাসন পরিচালনা- রাজিয়া মাত্র সাড়ে তিন বছরের ন্যায়, সততা, সুবিচার ও সুদক্ষ শাসকের পরিচয় দিয়েছিলেন। তিনি পুরুষের পোশাক পড়ে রাজসভায় শাসনকার্য পরিচালনা করতেন। ব্যক্তিগতভাবে রাজকার্য পরিচালনা করা, যুদ্ধ করা, ও ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ পরিচালনা করা ইত্যাদি সমস্ত কাজেই তিনি পুরুষের সমান দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি নিজেই ছিলেন সার্বভৌম শক্তির অধিকারী ও 'সুলতান'। তাঁর মুদ্রায় তিনি নিজেকে সুলতান বলেই অভিহিত করেছেন।
[iv] অভিজাতদের বিরোধ- সিংহাসনে আরোহণের পর রাজিয়ার আমির ও তুর্কি অভিজাতদের সঙ্গে প্রবল বিরোধ শুরু হয়। প্রাদেশিক অভিজাত সম্প্রদায় ও শাসনকর্তারা রাজিয়ার সিংহাসন লাভ মেনে নিতে পারেননি। রাজিয়াকে কি করে সিংহাসনচ্যুত করা যায় সেই ভাবনায় তারা বিভোর হল। তাঁরা রাজিয়ার বিরুদ্ধে জোট গঠন করে দিল্লী অবরোধ করেন। কিন্তু রাজিয়া কূটনীতি ও শাসন কার্য পরিচালনার দক্ষতার গুণে বিদ্রোহীদের দমনে সচেষ্ট হলেন।
[v] পরাজয় ও পতন- রাজিয়ার দক্ষতা ও নেতৃত্বগুণ থাকলেও উলেমা ও অভিজাত সম্প্রদায়ের বিরোধিতা রাজিয়ার শাসন স্থায়ী রূপ পায়নি। মধ্যযুগীয় গোঁড়া উলেমারা রাজিয়াকে শাসিকা হিসেবে মেনে নিতে পারেননি। তাই তাঁরা রাজিয়াকে ব্যাভিচারিণী প্রতিপন্ন করতে সচেষ্ট হন। অধ্যাপক নিজামীর মতে, "রাজিয়ার পুরুষ সুলভ আচরণ নয়; তাঁর ব্যক্তিত্ব, দক্ষতা এবং কৃতিত্ব তুর্কি আমিররা সহ্য করতে পারেননি, তাই তাঁরা রাজিয়াকে সিংহাসনচ্যুত করার সিদ্ধান্ত নেন।" শেষ পর্যন্ত ১২৪০ খ্রিস্টাব্দে স্বামী আলতুনিয়া সহ তিনি বিদ্রোহীদের হাতে পরাজিত ও নিহত হন।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।