BKU 3rd Semester Minor Bengali Syllabus||#BKU FYUGP

Nil's Niva
0

Bankura University

SEMESTER – III

Minor Bengali

মধ্যযুগের বাংলা সাহিত্য, ছন্দ ও অলঙ্কার

একক ১: চণ্ডীমঙ্গল কবিকঙ্কণ মুকুন্দ চক্রবর্তী (আখেটিক খণ্ড) সুকুমার সেন সম্পাদিত।

একক ২: বৈষ্ণবপদাবলী (শ্রীখগেন্দ্র নাথ মিত্র, শ্রীসুকুমার সেন, শ্রীবিশ্বপতি চৌধুরী, শ্রীশ্যামাপদ চক্রবর্তী সম্পাদিত, কলিকাতা বিশ্ববিদ্যালয়) [শ্রীদাম সুদাম দাম/শুন ওরে বলরাম, আজু হাম কি পেখলু নবদ্বীপচন্দ, নীরদ নয়নে নীর ঘন সিঞ্চনে, হাথক দরপন মাথক ফুল, রাধার কি হৈল অন্তরে বেথা, রূপলাগি আখি ঝুরে গুণে মন ভোর, কণ্টকগাড়ি কমলসম পদতল, কি মোহিনী জান বঁধু কি মোহিনী জান, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, বঁধু কি আর বলিব আমি, এ সখি হামারি দুখের নাহি ওর, আজু রজনী হাম ভাগে পোহায়লু, মাধব বহুত মিনতি করি তোয়]

একক ৩: ছন্দ ছন্দ সম্পর্কে সাধারণ আলোচনা, মিশ্রকলাবৃত্ত, কলাবৃত্ত, দলবৃত্ত, সনেট, অমিত্রাক্ষর, মুক্তক, গদ্যছন্দ, ছন্দোলিপি প্রস্তুতকরণ।

একক ৪: অলঙ্কার সম্পর্কিত সাধারণ আলোচনা, অলঙ্কার নির্ণয়, অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, উপমা, রূপক, উৎপ্রেক্ষা, অপহৃতি, নিশ্চয়, সন্দেহ, ব্যতিরেক, সমাসোক্তি, অতিশয়োক্তি, ব্যজস্তুতি, বিরোধাভাস, বিভাবনা, বিশেষোক্তি, অসঙ্গতি।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore