Explain Black Hole Tragedy. ('অন্ধকূপ হত্যা')
- অন্ধকূপ হত্যাঃ
১৭৫৬ খ্রিস্টাব্দের ২০ জুন সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করলে কলকাতার গভর্নর ড্রেক ও অধিকাংশ ইংরেজ পালিয়ে গেলেও দুর্গের সকল ইংরেজ পালাতে পারেনি। তারা সকলেই সিরাজের হাতে বন্দী হন।
১৭৫৬ খ্রিস্টাব্দে সিরাজ-উদ-দৌলা ইংরেজদের নিকট থেকে কলকাতা দখল করেন। এই অভিযানে ধৃত ১৪৬ জন বন্দিকে তিনি নাকি ১৮ ফুট × ১৪ ফুট ১০ ইঞ্চি মাপের একটি কক্ষে বন্দি করে রেখেছিলেন। এর ফলে শ্বাসরুদ্ধ হয়ে ১২৩ জন বন্দি মারা গিয়েছিল। হলওয়েল নামে এক ইংরেজ কর্মচারী 'অন্ধকূপ হত্যা' নাম দিয়ে এই ঘটনার বর্ণনা করেছেন কিন্তু ঐতিহাসিকগণ এই ঘটনার সত্যতা সম্পর্কে গভীর সন্দেহ প্রকাশ করেছেন। কারণ, কলকাতার গভর্নর ড্রেক অধিকাংশ কর্মচারীসহ জলপথে পলায়ন করে ফলতায় আশ্রয় নিয়েছিলেন। তখন এত ইংরেজ, সম্ভবত, কলকাতায় ছিল-ই না। দ্বিতীয়ত, ওই ক্ষুদ্র কক্ষে ১৪৬ জন বন্দিকে জোর করে রাখাও সম্ভব ছিল না।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।