Write a note on Dual Government.
- দ্বৈত শাসনঃ
১৭৬৫ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা সুবার দেওয়ানি, অর্থাৎ রাজস্ব আদায়ের অধিকার লাভ করে। দেওয়ানি বিচারের ভারও থাকে তাদেরই ওপর। কিন্তু প্রশাসনের দায়িত্ব থাকে নবাবের হাতে। সুবার আইন-শৃঙ্খলা রক্ষা করা ও ফৌজদারি মামলার বিচারের ভার থাকে নবাবের হাতে। কোম্পানি তার দায়িত্ব সরাসরি নিজের হাতে গ্রহণ না করে নবাবের কর্মচারী মহম্মদ রেজা খাঁ ও সীতাব রায়কে এজন্য নিযুক্ত করে। অর্থের জন্য নবাবকে নির্ভর করতে হত কোম্পানির ওপর। ফলে তাঁর হাতে থাকে ক্ষমতাহীন দায়িত্ব। অন্যদিকে, ইংরেজদের হাতে থাকে দায়িত্বহীন ক্ষমতা। এই অদ্ভুত শাসনব্যবস্থা, যা বাংলা-বিহার-ওড়িশায় প্রবর্তিত হয়েছিল, তাকেই বলে দ্বৈত শাসন।
দ্বৈত শাসনের ফলে সাধারণ মানুষের জীবনে নেমে এসেছিল অন্ধকার। কোম্পানির কর্মচারীদের দুর্নীতি ও অত্যাচার, রাজস্ব সংগ্রহকারীদের জুলুম ও নির্যাতন এবং শেষ পর্যন্ত ১৭৭০ খ্রিস্টাব্দে ভয়াবহ দুর্ভিক্ষ ('ছিয়াত্তরের মন্বন্তর') সোনার বাংলাকে শ্মশানে পরিণত করেছিল।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।