সিরাজ-উদ-দৌলার সঙ্গে ইংরেজদের বিরোধিতার তিনটি কারণ উল্লেখ করো।
[Mention three causes of conflict between Siraj-ud-Daula and the English East India Company.]
- সিরাজ-উদ-দৌলার সঙ্গে ইংরেজদের বিরোধিতার তিনটি কারণঃ
সিরাজ-উদ-দৌলার সঙ্গে ইংরেজদের বিরোধিতার বহুবিধ কারণের মধ্যে গুরুত্বপূর্ণ হল-প্রথমত, ইংরেজ বণিকরা সিরাজের নবাবি মসনদ লাভ সুনজরে দেখেনি এবং সিংহাসন আরোহণকালে প্রথামত তাঁকে উপঢৌকনও পাঠায়নি। প্রথম থেকেই তারা নবাবকে অগ্রাহ্য করতে থাকে। দ্বিতীয়ত, ইংরেজগণ মোগল সম্রাটের নিকট থেকে পাওয়া দস্তকের ব্যাপক অপব্যবহার শুরু করলে সিরাজ কোম্পানিকে তা বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু কোম্পানি নবাবের কথা অগ্রাহ্য করতে থাকলে ইংরেজদের বিরুদ্ধে সিরাজের আক্রোশ বৃদ্ধি পায়। তৃতীয়ত, ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের সূত্র ধরে ইংরেজ ও ফরাসি বণিকগণ বাংলাদেশে অবস্থিত তাঁদের ঘাঁটিগুলিতে দুর্গনির্মাণ করতে শুরু করে। সিরাজ-উদ-দৌলা তাদের নিরস্ত হতে বললে ফরাসিরা দুর্গ নির্মাণ বন্ধ করে কিন্তু ইংরেজরা তাঁর আদেশ উপেক্ষা করে। এমনকি, নবাবের দূতকেও অপমান করে। এই পরিস্থিতিতেই ইংরেজদের সঙ্গে নবাবের সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।