What was the significance of the Battle of Boxer.
বক্সারের যুদ্ধের গুরুত্ব আলোচনা কর।
- বক্সারের যুদ্ধের গুরুত্বঃ
বক্সারের যুদ্ধ হয় ১৭৬৪ খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে মীরকাশিম, অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা ও মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের যৌথ বাহিনীর মধ্যে। ইংরেজরা এই যুদ্ধে জয়লাভ করে। ফলাফলের দিক দিয়ে বিচার করে বক্সারের যুদ্ধকে পলাশির যুদ্ধ অপেক্ষা অধিকতর তাৎপর্যপূর্ণ মনে করা হয়। পলাশির যুদ্ধ ছিল কয়েকটি কামানের লড়াই কিন্তু বক্সারের যুদ্ধেই প্রকৃত অর্থে বাংলার শেষ স্বাধীন নবাবীর অবসান হয় এবং বাংলায় রাজনৈতিক প্রভুত্ব স্থাপনে ইংরেজরা চূড়ান্তভাবে বিজয়ী হয়। মীরকাশিমের সঙ্গে সুজা-উদ-দৌলা ও দিল্লির বাদশাহ এই যুদ্ধে পরাজিত হওয়ায় ইংরেজদের বিজয়-গৌরব ছিল অনেক বেশি।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।