Q. What were the defects and limitations of the Self Strengthening
Movement?
আত্মশক্তি আন্দোলনের ব্যর্থতার কারণ আলোচনা করো।
আত্মশক্তি আন্দোলনের ব্যর্থতার কারণঃ
আধুনিকীকরণের মাধ্যমে চীনকে শক্তিশালী করা ছিল আত্মশক্তি আন্দোলনের প্রধান উদ্দেশ্য। আত্মশক্তি আন্দোলনকারীরা পাশ্চাত্যের অনুকরণে চীনকে গড়তে চেয়েছিলেন। কিন্তু একাজ করতে গেলে চীনের ঐতিহ্যগত রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনচর্চার আমূল সংস্কার করা দরকার ছিল। চীনাদের মনে এই প্রত্যয় দৃঢ়ভাবে প্রোথিত ছিল যে চীনা সংস্কৃতি পাশ্চাত্য সংস্কৃতি অপেক্ষা শ্রেষ্ঠ। অন্ধভাবে পাশ্চাত্য দেশের অনুকরণে চীনকে আধুনিক শিল্পোন্নত রাষ্ট্রে পরিণত করতে গিয়েছিলেন, পরিণামে তাঁরা ব্যর্থ হয়েছিলেন।
অগভীর চিন্তাভাবনাঃ
চীনা রাষ্ট্রনায়কদের চিন্তাভাবনা ছিল অগভীর। পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান সম্পর্কে তাদের ধারণা ছিল অস্বচ্ছ। পাশ্চাত্য সংস্কৃতি, আইন, দর্শন ইত্যাদি বিষয়ে তাঁদের কোনো স্পষ্ট জ্ঞান ছিল না। শিল্পবিপ্লব সম্পর্কে তাঁদের কোনো অভিজ্ঞতা ছিল না। অস্পষ্ট ধারণা নিয়ে তাঁরা পাশ্চাত্যের অনুকরণে শিল্প স্থাপন করতে গিয়ে তাল হারিয়ে ফেলেছিলেন।
সাধারণ মানুষের সক্রিয় ভূমিকা না থাকাঃ
এই আন্দোলনে চীনের সাধারণ মানুষের কোনো সক্রিয় ভূমিকা ছিল না। কোনো প্রচেষ্টা সাফল্যমণ্ডিত তখনই হয় যখন সকল শ্রেণীর সমর্থন ও সহযোগিতা কার্যকর থাকে। চীনের ক্ষেত্রে তা হয়নি।
বিদেশিদের ভূমিকাঃ
চীনের আত্মশক্তি আন্দোলনের ব্যর্থতার পিছনে বিদেশি সাম্রাজ্যবাদী দেশগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই সময়ে চীনের অভ্যন্তরে বিদেশি সাম্রাজ্যবাদী শক্তিগুলির হস্তক্ষেপ মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। বিদেশি সাম্রাজ্যবাদী শক্তিগুলি চীনকে গ্রাস করতে উদ্যোগী হয়েছিল।
আর্থিক সংকটঃ
১৮৯৪-৯৫ সালে জাপান চীনকে আক্রমণ করে চীনের মর্যাদাকে ধূলিসাৎ করেছিল। লজ্জাজনক শিমোনোসিকি চুক্তি স্বাক্ষর করে চীন তার মর্যাদা হারিয়েছিল। প্রচুর অর্থ চীন ক্ষতিপূরণ হিসাবে দিতে বাধ্য হয়েছিল। পরিমাণে চীনকে আর্থিক সংকটের সম্মুখীন হতে হয়েছিল। এই আর্থিক সংকট চীনের আত্মশক্তি আন্দোলনকে ব্যর্থ করে দিয়েছিল।
সামাজিক ও মনস্তাত্ত্বিক জড়তাঃ
এই আন্দোলনের ব্যর্থতার আর এক কারণ হল চীনা জনগণের সামাজিক ও মনস্তাত্ত্বিক জড়তা। অধিকাংশ চীনারা ছিলেন রক্ষণশীল। তাঁরা বিদেশিদের সবকিছুকে ভালো চোখে দেখতেন না। তাঁদের এই মনোভাব আত্মশক্তি আন্দোলনে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিল। বিদেশিদের সহযোগিতায় আধুনিকীকরণের এই প্রয়াসকে সাধারণ চীনা জনগণ সন্দেহের চোখে দেখেছিল। এইভাবে দেখা যায় যে চীনে যে আত্মশক্তি আন্দোলন চীনকে শক্তিশালী করার জন্য শুরু হয়েছিল তা কঠিন বাস্তবের সামনে পড়ে ব্যর্থ হয়েছিল।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।