প্রশ্নঃ ব্রজবুলি ভাষা বলতে কি বোঝ?
উত্তর। বৈষ্ণব পদাবলীর
একটি প্রধান অংশ 'ব্রজবুলি' নামক একটি কৃত্রিম ভাষায় রচিত। বাংলার সঙ্গে কিছু কিছু
মৈথিলী শব্দের সংমিশ্রণে এই কৃত্রিম 'ব্রজবুলি' ভাষার সৃষ্টি। মহাজন পদাবলী ছাড়া অন্য
কোথাও আমরা 'ব্রজবুলির' সাক্ষাৎ পাইনি। রাধা-কৃষ্ণ লীলাবিষয়ক পদে এই ভাষা ব্যবহৃত হয়
এবং ব্রজ বা বৃন্দাবন রাধাকৃষ্ণের লীলাস্থলি এই জন্যই বোধ হয় এই ভাষার নাম ব্রজবুলি
হয়েছে। অনেকের ধারণা এটা বোধ হয় ব্রজবাসীর বুলি বা ভাষা ছিল। প্রকৃতপক্ষে 'ব্রজবুলি'
বিভিন্ন ভাষার সংমিশ্রণে গঠিত একটা মিশ্র ভাষা; এবং সেটা বিশেষভাবেই 'বৈষ্ণব কবিভাষা'।
এটা পূর্বী হিন্দী প্রভাবিত মৈথিলী ও অপভ্রংশ মিশ্রিত একটি উপভাষা মাত্র। পরে ভারতবর্ষে
পূর্বাঞ্চলের বিভিন্ন প্রদেশের বিভিন্ন ভাষার সঙ্গে সংমিশ্রিত হয়ে তা একটা নতুন রূপ
পরিগ্রহ করেছিল।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606
www.gyanjyoti.info | Nil’s Niva
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।