টীকা লেখঃ নারীবাদের প্রথম তরঙ্গ (First Wave of Feminism)

Nil's Niva
0

 

টীকা লেখঃ নারীবাদের প্রথম তরঙ্গ (First Wave of Feminism)

**************************************

উত্তরঃ  ফরাসী বিপ্লব ও মার্কিন স্বাধীনতার ঘোষণা এই সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য দুটি ঘটনা। এইসময় যুক্তিবাদীতা, ব্যক্তিস্বাধীনতা, মানুষের অধিকার প্রভৃতি বিষয়গুলি আলোচনার কেন্দ্রে পরিণত হয়। কিন্তু সেক্ষেত্রেও খুব সচেতনভাবে শুধুমাত্র পুরুষদের ওপরই গুরুত্ব দেওয়া হয়। এর বিরোধীতা করেই নারী আন্দোলনের সূত্রপাত ঘটে। মূলত ১৭৯২ সালে মেরি উলস্টোনক্রাফট-এর রচিত Vindication of the Rights of Women গ্রন্থটির প্রকাশকালকেই অনেকে নারীবাদের প্রথম তরঙ্গের সূচনা লগ্ন হিসাবে গ্রহণ করেন। এই তরঙ্গের কিছু উল্লেখযোগ্য তাত্ত্বিকেরা হলেন এলিজাবেদ কেডি স্ট্যানটন (Elizabeth Cady Stanton), জন স্টুয়ার্ট মিল (John Stuart Mill), হ্যারিয়েট টেলর (Harriet Taylor), মার্গারেট ফুলর (Margaret Fuller), হ্যারিয়েট মার্টিন (Harriet Martineau) প্রমুখ। উন্নত পাশ্চাত্য রাষ্ট্রগুলিতেই এই তরঙ্গের সূত্রপাত ঘটে, পরবর্তীকালে তা বিশ্বের বিভিন্ন অংশে প্রসারিত হয়। এইসময়ের নারীবাদীদের মূল বক্তব্য ছিল ব্যক্তি বলতে কেবলমাত্র পুরুষদের বোঝানো হয়না, নারীরাও ব্যক্তির ধারণা (Concept of individual)-র অংশ।

নারী ও পুরুষের মধ্যে যুক্তিবাদীতার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। পুরুষের ন্যায় সমান অধিকার নারীরা পেলে তারাও যুক্তিবাদী হয়ে উঠতে পারবেন। তাই এই তরঙ্গের নারীবাদীদের প্রধান দাবী ছিল বৈষম্যমূলক আইন ও অধিকারগুলির পুনঃসংস্করণ। এক্ষেত্রে তাদের প্রধান দাবী ছিল নারীদের ভোটাধিকার ও রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকার। কারণ তাঁরা বিশ্বাস করতেন, নারীদের ভোটাধিকারকে সুরক্ষিত করতে পারলেই সমাজের সকল ধরনের লিঙ্গ বৈষম্য খুব সহজেই চলে যাবে। এই দাবীগুলিকে আদায়ের জন্য নারীবাদীরা কেবলমাত্র তাত্ত্বিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকেননি, তাঁরা আন্দোলনের পথও অনুসরণ করেছিলেন।

যেমন, মার্কিন যুক্তরাষ্ট্রে ১৮৪০-র দশকে নারী আন্দোলনের সূচনা হয়। মূলত ১৮৪৮ সালের বিখ্যাত Seneca Falls Convention-কেই মার্কিন যুক্তরাষ্ট্রে নারী আন্দোলনের জন্মক্ষণ বলে ধরা হয়। ১৮৫০-এর দশকে ইংল্যান্ডেও নারী আন্দোলন পরিলক্ষিত হয়। দীর্ঘ আন্দোলনের পর ১৮৯৩ সালে নিউজিল্যান্ডে প্রথম নারীদের ভোটাধিকার স্বীকৃত হয়। এর ঠিক পর পরই ১৯১৮ সালে ইংল্যান্ডে নারীদের ভোটাধিকারকে স্বীকার করা হয়। যদিও প্রাথমিকভাবে পুরুষদের সমান ভোটাধিকার তারা পায়নি, সমান অধিকার অর্জন করতে আরো এক দশক সময় লেগেছিল। ১৯২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নারীরা ভোটাধিকার অর্জন করে। যাইহোক, নারীবাদের প্রথম তরঙ্গের মূল দাবী- 'নারীদের ভোটাধিকার' অর্জন করার সঙ্গে সঙ্গে প্রথম তরঙ্গ স্তিমিত হয়ে পড়ে।

সমালোচকদের মতে, নারীবাদের প্রথম তরঙ্গে সমাজে নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণের কারণ অনুসন্ধান ও সমাধানসূত্র হিসাবে নারীবাদীরা শুধুমাত্র নারীদের রাজনৈতিক অধিকার (মূলত, ভোটাধিকার)-এর প্রতি গুরুত্ব আরোপ করেছিলেন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে (নারি-পুরুষ বৈষম্যে পরিবারের ভূমিকা, ধর্মের ভূমিকা, রাষ্ট্রের ভূমিকা প্রভৃতি) অগ্রাহ্য করেছেন। দ্বিতীয়ত, এই তরঙ্গ উচ্চশ্রেণির শ্বেতাঙ্গ মহিলাদের কেন্দ্র করেই গড়ে উঠেছিল, সমাজের নিম্নশ্রেণির মহিলারা এখানে প্রায় ব্রাত্যই থেকে গেছেন।

 

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলব আমরা এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282,7076398606

Website: www.gyanjyoti.info | YouTube: Nil’s Niva

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore