প্রশ্নঃ শিক্ষামূলক নির্দেশনার প্রথমিক প্রয়োজনীয় তথ্যের উপর টীকা লেখ।

Nil's Niva
0

 

প্রশ্নঃ শিক্ষামূলক নির্দেশনার প্রথমিক প্রয়োজনীয় তথ্যের উপর টীকা লেখ।

*****************************

§  শিক্ষাগত নির্দেশনা (তথ্য):

সাধারণত শিক্ষা সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দেওয়া হয় তাকেই বলা হয় শিক্ষাগত নির্দেশনা। শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে সাহায্য করাই হল শিক্ষাগত নির্দেশনার প্রধান উদ্দেশ্য। শিক্ষার্থী তার সামর্থ অনুযায়ী কোন্ বিষয় নিয়ে পড়াশুনা করবে; কোন্ পাঠ্যসূচী অনুসরণ করলে সে ভালো ফল করতে পারবে, শিক্ষার কোন্ বিভাগে ভর্তি হলে তার ভবিষ্যত জীবন সফল হবে ইত্যাদি ক্ষেত্রে শিক্ষার্থীকে সাহায্য করাই হল শিক্ষাগত নির্দেশনার অন্যতম কাজ বা প্রধান কাজ।

প্রকৃতপক্ষে শিক্ষাগত নির্দেশনার ক্ষেত্রে তিনটি বিষয়ের উপর বেশী গুরুত্ব দেওয়া হয়ে থাকে।

প্রথমতঃ শিক্ষার্থীর সামর্থ্য বা ক্ষমতা অনুযায়ী পাঠ্যসূচী ও পাঠ্যপ্রবাহ নির্বাচন করা।

দ্বিতীয়তঃ নির্বাচিত পাঠ্যসূচী ও পাঠ্যপ্রবাহকে সঠিকভাবে অনুসরণ করা।

তৃতীয়ত: নির্বাচিত পাঠ্যসূচী ও পাঠ্যপ্রবাহ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করা। বর্তমানে বিজ্ঞাপন ও শিল্পের অগ্রগতির ফলে বহুমুখী পাঠ্যসূচী ও পাঠক্রম প্রবর্তিত হয়েছে। কোন পাঠ্যসূচী শিক্ষার্থীর সামর্থ্যের উপযোগী হবে তা সঠিকভাবে নির্বাচন করতে না পারলে শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবন নষ্ট হয়। শিক্ষার্থীর মানসিক সামর্থ্য, আগ্রহ ও যোগ্যতা বিচার না করে জোর করে কোন পাঠ্য বিষয় চাপিয়ে দেওয়া ঠিক নয়। তাই শিক্ষা নির্দেশনার প্রথম কাজই হল শিক্ষার্থীর সামথ্য বা ক্ষমতা অনুযায়ী পাঠ্য-বিষয় নির্বাচন করা। নির্দেশনার কাজ শুধু পাঠ্যবিষয় নির্বাচনই নয়, নির্বাচিত পাঠ্যবিষয় শিক্ষার্থী সঠিকভাবে অনুসরণ করছে কিনা-তা দেখাও শিক্ষা নির্দেশনার প্রধান কাজ। নির্বাচিত পাঠ্যসূচীর জন্য প্রাতিষ্ঠানিক পরিবেশ নির্বাচন করাও শিক্ষা নির্দেশনার কাজ।

শিক্ষানির্দেশনার প্রধান উদ্দেশ্য হল শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক বিকাশে সহায়তা করে তাদের উপযুক্ত সামাজিক জীব হিসাবে গড়ে তোলা। শিক্ষামূলক নির্দেশনা শুরু হয় প্রাক্-প্রাথমিক স্তর থেকে, চলতে থাকে সমগ্র জীবন ধরে। শিক্ষাক্ষেত্রে সৃষ্ট বিভিন্ন সমস্যার সমাধান করাও শিক্ষা নির্দেশনার  প্রধান উদ্দেশ্য। এছাড়া শিক্ষাদান পদ্ধতির উন্নতি সাধন, অনগ্রসর ও উন্নত-বুদ্ধি শিশুদের জন্য বিশেষধর্মী পাঠক্রম ও বিশেষ শিক্ষা পদ্ধতি নির্বাচন, শিক্ষার্থীর পরীক্ষায় ব্যর্থতার কারণ অনুসন্ধান করা, শিক্ষার্থীর চাহিদার সাথে বিদ্যালয়ের উদ্দেশ্যের সম্বন্ধ স্থাপন করা, বিভিন্ন সহ-পাঠক্রমিক কার্যাবলীতে সক্রিয়ভাবে অংশগ্রহণে সহায়তা করা ইত্যাদিও হল শিক্ষা নির্দেশনার প্রধান উদ্দেশ্য। বিভিন্ন মনোবৈজ্ঞানিক অভীক্ষার সাহায্যে শিক্ষার্থীদের সম্বন্ধে যে তথ্য সংগ্রহ করা হয় তার ভিত্তিতেই তাদের শিক্ষামূলক নির্দেশনা দেওয়া হয়ে থাকে।নির্দেশনা সম্পর্কযুক্ত। বর্তমানে নির্দেশনা কেবলমাত্র শিক্ষা ও বৃত্তির মধ্যে সীমাবদ্ধ না থেকে জীবনের সর্বক্ষেত্রে - শিল্প , বাণিজ্য , রাজনীতি , আন্তর্জাতিক সম্পর্ক , সামাজিক সমস্যার সমাধান - ইত্যাদি সকল ক্ষেত্রে নির্দেশনার প্রভাব পরিলক্ষিত হয়। তাই বলা যেতে পারে নির্দেশনা হল বহুমুখী। আধুনিক জীবনযাপনে সমস্যা যত বৃদ্ধি পাচ্ছে , নির্দেশনার পরিধিও সেই অনুপাতে বৃদ্ধি পাচ্ছে। নির্দেশনার পরিধির বিভিন্ন দিক নীচে আলোচনা করা হল।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282; 7076398606

 www.gyanjyoti.info |        Nil’s Niva

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore