প্রশ্নঃ পরামর্শদানের পরিধি সম্পর্কে লেখ।(Scope of counselling)

Nil's Niva
0

Q: Scope of counselling.
প্রশ্নঃ পরামর্শদানের পরিধি সম্পর্কে লেখ।
******************************

বিশেষ কোনো সমস্যাকে কেন্দ্র করে পরামর্শদান প্রক্রিয়া পরিচালিত হয়। বিশেষজ্ঞ ব্যক্তি ছাড়া উক্ত সমস্যাগুলির সমাধান এককথায় সম্ভব নয়। ওই সমস্যাগুলির প্রকৃতি বিভিন্ন হওয়ার দরুন পরামর্শদান প্রক্রিয়ার পদ্ধতিগুলি বিভিন্ন রকম হয়ে থাকে। যদিও পরামর্শদানের ক্ষেত্র অসীম, তবুও আলোচনার সুবিধার্থে এগুলিকে সাধারণত আট ভাগে ভাগ করা হয়। সেগুলি হল-

1. শিক্ষাগত পরামর্শদান: বিদ্যালয়ে শিক্ষার্থীরা বিদ্যা অর্জন করার উদ্দেশ্যে প্রবেশ করে। কিন্তু অনেক সময় তাদের জ্ঞানার্জনের পথে অনেক বাধাবিঘ্ন উপস্থিত হয়। কোনো-কোনো শিক্ষার্থী হয়তো পাঠক্রমের অন্তর্গত বিভিন্ন বিকল্প বিষয় থেকে সঠিক বিষয়টি নির্বাচন করতে পারে না, কোনো শিক্ষার্থী হয়তো কীভাবে পড়াশোনা করবে তা বুঝতে পারে না, কেউ আবার বিদ্যালয় পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারে না। এইরূপ বিভিন্ন শিক্ষা-সংক্রান্ত সমস্যার প্রতিবিধান করার পরামর্শদান প্রক্রিয়াই হল শিক্ষাগত পরামর্শদান।

2. পেশাগত পরামর্শদান: ব্যক্তির নিজস্ব রুচি, পছন্দ, ইত্যাদি অনুযায়ী সঠিক পেশা নির্বাচিত না হলে তার পেশাগত সাফল্যলাভের সম্ভাবনা ক্ষীণ। এমতাবস্থায় ব্যক্তির মধ্যে হতাশা আসা স্বাভাবিক, যা তার পারিবারিক জীবনকেও বিঘ্নিত করতে পারে। তাই ব্যক্তিকে তার আগ্রহ, ক্ষমতা ও চাহিদা অনুযায়ী পেশা নির্বাচন করতে সহায়তা করাই হল পেশাগত পরামর্শদানের মুখ্য উদ্দেশ্য।

3. পারিবারিক পরামর্শদান: পারিবারিক পরামর্শদানের মূল উদ্দেশ্য হল পরিবারের বিভিন্ন সদস্যদের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে পারিবারিক জীবনকে উপভোগ করার জন্য প্রয়োজনীয় সাহায্য করা। এই ধরনের পরামর্শদান প্রক্রিয়া এককভাবে বা যৌথভাবে পরিচালিত হতে পারে।

4. চিকিৎসা-সংক্রান্ত পরামর্শদান: মানসিক চিকিৎসা- কেন্দ্রে প্রাথমিকভাবে মনোচিকিৎসক ও পরামর্শগ্রহীতার আলাপ-আলোচনাকে চিকিৎসাজনিত পরামর্শদান বলা হয়। মানুষের কিছু সমস্যা আছে যেগুলিকে সঠিকভাবে রোগ বলা যায় না। তবে সেগুলির চিকিৎসা না হলে গুরুতর ব্যাধিতে পরিণত হতে পারে। সেই সমস্ত সমস্যা নিরসন করাই হল চিকিৎসাজনিত পরামর্শদানের মূল লক্ষ্য। অনেক সময় চিকিৎসার সঙ্গে সঙ্গে এই ধরনের পরামর্শদান পরিলক্ষিত হয়।

5. খেলাধুলা-সংক্রান্ত পরামর্শদান: সাধারণভাবে খেলোয়াড়দের উৎসাহিত ও উজ্জীবিত করার জন্য এই ধরনের পরামর্শদান ব্যবহৃত হয়, যাতে খেলোয়াড় তার সর্বশক্তি দিয়ে খেলতে পারে। তা ছাড়াও স্কুলে যেসব ছাত্রছাত্রীর খেলাধুলার প্রতি আগ্রহ রয়েছে তাদের উৎসাহিত করাও এই ধরনের পরামর্শদানের উদ্দেশ্য।

7. ব্যক্তিগত পরামর্শদান: প্রতিটি মানুষের কিছু-না-কিছু ব্যক্তিগত সমস্যা থাকে সেগুলি সর্বসমক্ষে প্রকাশ করা যায় না। সেটা তার অর্থ-সংক্রান্ত হতে পারে, পারিবারিক বিষয়ক হতে পারে, আবার স্বাস্থ্যবিষয়কও হতে পারে। এগুলি সমাধান করার জন্য ব্যক্তিগত পরামর্শদানের প্রয়োজন হয়।

8. বার্ধক্য সমস্যার পরামর্শদান: বার্ধক্যে মানুষ একাকিত্ব, অসহায়তা ও নিরাশায় ভোগে। তা ছাড়া সংসারে তথা পরিবারে অভিযোজনজনিত সমস্যাও দেখা দিতে পারে। এইসব সমস্যার সমাধান হওয়া আবশ্যিক। অবসরের পর ব্যক্তি পেশাগত পরিচয় হারিয়ে আত্মমর্যাদার অভাব বোধ করে। এগুলি দূর করার জন্য যে পরামর্শদান ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে তাই হল বার্ধক্য সমস্যার পরামর্শদান।ঠ পরিকল্পনা করার সময় সামনে অনেক ধরণের অসুবিধার সম্মুখীন হতে পারে। এই অসুবিধাগুলি মূলত নিম্নলিখিত কারণে ঘটতে পারে।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282; 7076398606

 www.gyanjyoti.info |        Nil’s Niva


জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore