নবম শ্রেণী আকাশে সাতটি তারা (সংক্ষিপ্ত -প্রশ্ন উত্তর)

Nil's Niva
0

 নবম শ্রেণী 

আকাশে সাতটি তারা


১. বাংলার নীল সন্ধ্যা কেমন ও কবি তাকে কীরূপে কল্পনা করেছেন?
উত্তর: বাংলার নীল সন্ধ্যা শান্ত অনুগত এবং কবি তাকে কেশবতী কন্যারূপে কল্পনা করেছেন।

২. কেশবতী কন্যার চুল কবির কোথায় কোথায় ভাসে?
উত্তর: সন্ধ্যায় ঘনীভূত অন্ধকাররূপী কেশবতী কন্যার চুল কবির মুখ ও চোখের ওপর ভাসে।

৩. অত অজস্র চুলেৱ চুমা কোথায় কোথায় কীভাবে ঝৱে?
উত্তর: সন্ধ্যায় অন্ধকাররূপী কেশবতী কন্যার অত অজস্র চুলের চুমা অবিরাম হিজলে, কাঁঠালে, জামে ঝরে।

৪. রূপসী চুলের বিন্যাস থেকে কী ঝৱে?
উত্তর: রূপসী কেশবতী কন্যার অপূর্ব চুলের বিন্যাস থেকে ঝরে এত স্নিগ্ধ গন্ধ।

৫. ‘আমি পাই টেৱ’-কবি কী টের পান?
উত্তর: প্রকৃতিপ্রেমী কবি জীবনানন্দ দাশ টের পান সন্ধ্যায় যখন আকাশে সাতটি তারা ফুটে ওঠে। .

৬. এরই মাঝে বাংলার প্রাণ ;-বাংলার প্রাণ কীসের মধ্যে আছে?
উত্তর: বাংলার প্রাণ আছে নরম ধান, কলমি, হাঁসের পালক, পুকুরের জল, মাছ, কিশােরীর চালধােয়া ভিজে হাত, শীতের কামড়, পায়ে-দলা মুথাঘাস ও বটের ফলের গন্ধে।

৭. কবি কী টের পান?
উত্তর: কবি জীবনানন্দ দাশ টের পান সমাগত সন্ধ্যায় তাঁর পল্লি প্রকৃতিতে লুকিয়ে থাকা বাংলার প্রাণশক্তি।

৮. কলমি কী ?
উত্তর: পুকুরের ধারে বা কোনাে জলাশয়ের ধারে জন্মায় এমন এক ধরনের শাক যা বাঙালির খাদ্যতালিকায় স্থান পায় ।

৯. ‘আকাশে সাতটি তারা’ কবিতায় কবি কোন মাছ দুটিৱ উল্লেখ করেছেন?
উত্তর: কবি জীবনানন্দ দাশ ‘আকাশে সাতটি তারা’ কবিত চাঁদা ও সরপুঁটি এই দুটি মাছের কথা উল্লেখ করেছেন।

১০. আকাশে সাতটি তারা’ কবিতায় করি । সন্ধ্যাকে কী কী বিশেষণ দিয়েছেন?
উত্তর: বাংলার বুকে নেমে আসা সন্ধ্যাকে শান্ত, অনুগত ও নীল বিশেষণে বিশেষায়িত করেছেন।


জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবো আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282; 7076398606

 



জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore