দ্বাদশ শ্রেনীর সিক্ষাবিজ্ঞান
প্রাথমিক শিক্ষার সর্বজনীনকরন
দশম অধ্যায়
1. সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত দুটি পদক্ষেপ উল্লেখ করো।
উঃ সর্বজনীন প্রাথমিক
শিক্ষার লক্ষ্য অর্জনে গৃহীত পদক্ষেপ হল- (i) অষ্টম শ্রেণি অবধি বিনামূল্যে পাঠ্যপুস্তক,
দ্বিপ্রাহরিক আহার, পোশাকদান, অবৈতনিক শিক্ষা ইত্যাদির সুযোগ দিয়ে বিদ্যালয়ছুট বন্ধ
করতে হবে। (ii) 9-14 বছর বয়স্ক যে-সমস্ত ছেলেমেয়েরা তাদের জীবিকানির্বাহের ক্ষেত্রে
বিভিন্ন কাজে কর্মরত তাদের শিক্ষাগ্রহণের জন্য বিধিমুক্ত শিক্ষার ব্যবস্থা করার কথা
বলা হয়।
2. প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কী
বোঝো ?
উঃ প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে বোঝায়,
শিক্ষার্থীদের বার বার পরীক্ষায় অকৃতকার্য হয়ে একই শ্রেণিতে থেকে যাওয়া।
3. প্রাথমিক শিক্ষা কবে সাংবিধানিক স্বীকৃতি লাভ করে ?
উঃ প্রাথমিক শিক্ষা 1950 সালে সাংবিধানিক স্বীকৃতি লাভ
করে।
4. সংবিধানের কত তম সংশোধন প্রস্তাবে প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন করার
কথা বলা হয়েছিল ?
উঃ2002 সালে সংবিধানের 86-তম সংশোধনীর দ্বারা
21(A) নং অনুচ্ছেদে শিক্ষা মৌলিক অধিকার হিসেবে স্থান পায়। 21(A) নং অনুচ্ছেদে বলা
হয়েছে, 6-14 বছরের সর্ ছেলেমেয়েকে বাধ্যতামূলকভাবে শিক্ষা দিতে হবে রাজ্যগুলিকে।
এরপর 2009 সালের 27 আগস্ট বাধ্যতামূলক শিক্ষার অধিকারের আইন পাস করা হয়।
5.ICDS-এর পুরো নাম কী ?
উঃ ICDS-এর পুরো কথা হল --- Integrated Child
Development Services (সুসংহত শিশুবিকাশ কর্মসূচি)।
6.প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা উল্লেখ করো।
উঃ প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা হল – i) অপচয়,
ii) অনুন্নয়ন।
7. সর্বজনীন প্রাথমিক শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ শিক্ষাগত সমস্যা আলোচনা
করো।
উঃ (i) শিক্ষার্থীরা
প্রতিদিন নিয়ম করে বিদ্যালয়ে আসে না। (ii) দক্ষ ও পর্যাপ্ত শিক্ষকের অভাব।
8. শিক্ষায় Stagnation বলতে কী বোঝায়?
উঃ শিক্ষায়
Stagnation বলতে বোঝায়— একই শ্রেণিতে ফেল করে থেকে যাওয়া অর্থাৎ অনুত্তীর্ণ হওয়া।
এইজন্য বর্তমানে প্রাথমিক শিক্ষায় পাস-ফেল প্রথা তুলে দেওয়া হয়েছে।
9. শিক্ষাক্ষেত্রে অপচয় বা Drop Out বলতে কী বোঝো।
উঃ শিক্ষাক্ষেত্রে
শিক্ষাগ্রহণকালে অনেকসময় বারবার পরীক্ষায় ফেল করে বা অন্য কোনো কারণে বিদ্যালয় ছেড়ে
দেওয়াকে শিক্ষাক্ষেত্রে অপচয় বলা হয়।
10. বয়স্কশিক্ষা কাকে বলে ?
উঃ Earnest Barker-এর মতে, বয়স্ক নিরক্ষরদের জীবনদর্শন
ও কাজকর্মের সঙ্গে সংগতি রেখে আংশিক সময়ের ভিত্তিতে যে শিক্ষা দেওয়া হয়, তাকে বয়স্কশিক্ষা
বলা হয় । 15 থেকে 35 বছরের নিরক্ষরদের ব্যাবহারিক সাক্ষরতা প্রদানের কথা বলা হয়।
বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করে যাতে প্রতিটি
ছাত্রছাত্রী অন্তত একজনকে শিক্ষা দিতে পারে।
তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা,এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282;
7076398606
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।