2nd Semester Major Bengali গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় MC-3 Bengali Syllabus

Nil's Niva
0

 

2nd Semester Major Bengali

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

MC-3 Bengali Syllabus

 বাংলা সাহিত্য:  প্রবেশক পাঠ                        

একক- ১ (পদ)

·      লুই পা- কাআ তরুবর পঞ্চ বি ডাল।

·      বড়ু চণ্ডীদাস- কে না বাঁশী বাএ বড়ায়ি কালিনী নই কূলে।

·       বিদ্যাপতি- এ সখি হামারি দুঃখের নাহি ওর।

·       চণ্ডীদাস- সই কেবা শুনাইল শ্যাম নাম।

·      জ্ঞানদাস- রূপ লাগি আঁখি ঝুরে।

·      গোবিন্দদাস- নীরদ নয়নে নীল ঘন সিঞ্চনে।

·     

 রামপ্রসাদ সেন-

§  এবার আমার উমা এলে আর উমা পাঠাব না।

§  মন রে কৃষি কাজ জান না।

§  আমার সাধ না মিটিল আশা না পুরিল।


 

 

§  আমি কি হেরিলাম নিশি স্বপনে।

§  শুকনো তরু মুঞ্জরে না।






 

 
কমলাকান্ত ভট্টাচার্য-

 

 

 একক- ২(কবিতা)

§  লালন ফকির- সব লোকে কয় লালন কি জাত সংসারে।

§  মধুসূদন দত্ত- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

§  দ্বিজেন্দ্রলাল রায়- জন্মভূমি।

§  রবীন্দ্রনাথ ঠাকুর- জীবনদেবতা।

§  সুকুমার রায়- একুশে আইন।

§  কাজী নজরুল ইসলাম- নারী।

§  জীবনানন্দ দাশ- তিমির হননের গান।

 

 

 

 

 

 
 

 

 

 

 


একক-৩

ছোটোগল্পের সংরূপ:

                     সংজ্ঞা, বৈশিষ্ট্য, উপন্যাসের সঙ্গে পার্থক্য, নাটকের সঙ্গে পার্থক্য, প্রবন্ধের               সঙ্গে পার্থক্য, প্যারাবেল ফেবেল, অণুগল্প।

§  রবীন্দ্রনাথ ঠাকুর- স্ত্রীর পত্র।

§  শরৎচন্দ্র চট্টোপাধ্যায়- অভাগীর স্বর্গ।

§  পরশুরাম- বিরিঞ্চিবাবা।

§  তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় -নারী ও নাগিনী।

§  সমরেশ বসু- আদাব।

§  আশাপূর্ণা দেবী- ছিন্নমস্তা।

 
নির্বাচিত ছোটোগল্প:

 

 

 

 

 

[সংরূপ থেকে একটি এবং পাঠ্য গল্প থেকে একটি, মোট দুটি প্রশ্ন থাকবে। একটির উত্তর লিখতে হবে।]

একক- ৪

নাটক

§  দীনবন্ধু মিত্র- নীলদর্পণ।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282, 7076398606

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore