Q: Elaborate the different changing aspect of marriage.
প্রশ্নঃ বিবাহ ব্যবস্থা পরিবর্তনের বিভিন্ন দিকগুলি বর্ণনা করো।
*********************************
সমাজ-সভ্যতার কোনো কিছুই অনড় বা স্থির নয়। পূর্বে সমাজব্যবস্থায়
বিবাহ ছিল একটি পবিত্র বন্ধন। কিন্তু বর্তমানে এই বৈবাহিক বন্ধন স্বামী-স্ত্রীর একটি
পারস্পরিক চুক্তিতে পরিণত হয়েছে। নারীর ক্ষমতায়ন, নারীবাদী আন্দোলন, নগরায়ণ, শিল্পায়ন
এবং সর্বোপরি আধুনিক শিক্ষার সম্প্রসারণের ফলে বিবাহের গুরুত্ব ক্রমশই ক্ষীণ থেকে ক্ষীণতর
হয়ে আসছে। বিবাহব্যবস্থার পরিবর্তনের ক্ষেত্রে বিবাহ-সংক্রান্ত আধুনিক আইন ব্যবস্থার
বিশেষ কার্যকারী ভূমিকা পরিলক্ষিত হয়। বর্তমানে বিবাহের আইনগত ও নৈতিক দিকের প্রতি
বেশি গুরুত্ব আরোপ করা হয়। তা ছাড়া পাশ্চাত্য জগতের প্রভাবে প্রাক্-বিবাহ প্রণয় সম্পর্ক
এবং বিবাহ-বহির্ভূত সম্পর্ক বিবাহের আদর্শ এবং ধর্মীয় ধ্যানধারণার ক্ষেত্রে গভীর প্রভাব
বিস্তার করছে। চিরাচরিত ভারতীয় বিবাহব্যবস্থার পরিবর্তনের মূলে যে সমস্ত কারন এবং আইনগুলো
গুরুত্বপূর্ণ তা হল-
(i) শিল্পায়নের প্রভাব:
শিল্পায়ন প্রত্যক্ষভাবে চিরাচরিত পরিবার ব্যবস্থার ক্ষেত্রে আঘাত এনেছে। কৃষিভিত্তিক
সমাজে পরিবারগুলো ছিল যৌথ। কিন্তু শিল্পায়নের ফলে যৌথ পরিবারগুলো ভেঙে দম্পতিকেন্দ্রিক
একক পরিবারের সৃষ্টিতে সহায়তা করেছে। শিল্পাঞ্চলে স্ত্রী-পুরুষ দুজনই এখন কর্মব্যস্ত
এবং অর্থনৈতিক দিক থেকে স্বনির্ভর। ফলে পূর্বে বিবাহের ক্ষেত্রে স্বামীর স্ত্রীর প্রতি
যে অর্থনৈতিক দায়দায়িত্ব ছিল এখন তা পরিলক্ষিত হয় না।
(ii) নগরায়ণের প্রভাব:
শিল্পায়নের মতো নগরায়ণও চিরাচরিত বৈবাহিক ধ্যানধারণার আমূল পরিবর্তন ঘটাতে সহায়তা করেছে।
নগর অঞ্চল বা শিল্পাঞ্চলের মানুষ অনেক বেশি আধুনিক মনস্ক। এর ফলে বিবাহব্যবস্থা সম্পর্কে
পুরোনো ধ্যানধারণা, রীতিনীতির অস্তিত্ব নগরাঞ্চলে নেই বললেই চলে। এর পরিবর্তে তার জায়গায়
স্থান করে নিয়েছে পাশ্চাত্য জগতের আদবকায়দা ও ধ্যানধারণা। তবে যাই হোক না কেন শিল্পাঞ্চল
বা নগর অঞ্চলে বিবাহব্যবস্থার পরিবর্তন ঘটলেও বিবাহবিচ্ছেদ বা ডিভোর্সের সংখ্যা কিন্তু
ক্রমাগতই ঊর্ধ্বমুখী।
(iii) শিক্ষার ভূমিকা:
শিক্ষাব্যবস্থার উন্নতি ও প্রসার নারী সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
নারীরা আর বর্তমানে অবহেলিত ও বঞ্চিত শ্রেণি নয়। যথাযোগ্য শিক্ষা ও মর্যাদা অর্জন করে
পুরুষের সমকক্ষ হয়ে উঠেছে তারা। যুক্তিবাদী চিন্তাধারা, ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ এবং
ব্যক্তি স্বাধীনতা নারীসমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার। নিজেদের জীবন ও স্বাস্থ্য সম্পর্কে
মেয়েরা অনেক বেশি সজাগ। বিবাহের ক্ষেত্রে তাদের নিজস্ব মতামতকে পূর্বের থেকে অনেক বেশি
গুরুত্ব প্রদান করা হয়। এমনকি পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্ত্রীর মতামতকে
প্রাধান্য বা গুরুত্ব দিয়ে বিচার বিবেচনা করা হয়।
(iv) বিবাহ সংক্রান্ত আইনের প্রভাব:
বিবাহ ব্যবস্থা পরিবর্তনের ক্ষেত্রে আর্থ-সামাজিক পরিবর্তনগুলো দায়ী থাকলেও ভারতীয়
বিবাহব্যবস্থা পরিবর্তনের জন্য নিম্নলিখিত আইনগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। এই সমস্ত
আইনগুলো প্রত্যক্ষভাবে চিরাচরিত বিবাহব্যবস্থার মধ্যে পরিবর্তন আনতে সহায়তা করেছে।
(i)
The Prevention of Sati Act-1829
(ii)
The Hindu Widow Remarriage Act-1856
(iii)
The Civil or Special Marriage Act-1872
(iv)
The Child Marriage Restraint Act-1929
(v)
The Hindu Marriage Act-1955
চিরাচরিত বিবাহব্যবস্থা পরিবর্তনের জন্য এই সমস্ত আধুনিক
আইনব্যবস্থা বিবাহের ক্ষেত্রে একটা সার্বিক পরিবর্তন নিয়ে এসেছে। বিবাহব্যবস্থার মধ্যে
যে সমস্ত পরিবর্তনগুলো পরিলক্ষিত হয় সেগুলোকে দুটো ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে।
এগুলো হল-
[A]
বিবাহের কাঠামোগত পরিবর্তন
[B]
বিবাহের কার্যগত পরিবর্তন
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ
গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282;
7076398606
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।