আগমনি গান বলতে কী বোঝ?

Nil's Niva
0

প্রশ্নঃ আগমনি গান বলতে কী বোঝ?

আগমনি গানঃ

কন্যা গৌরীর পিতৃগৃহে আগমন উপলক্ষ্যে মাতা মেনকার মাতৃহৃদয়ের ব্যাকুলতা যে গানে ব্যক্ত হয় তাই আগমনি গান। গৌরী একবছর ঘরে ফেরেনি। জামাই-গৃহে অভাবের তাড়নায় কন্যা জীর্ণ হয়ে গেছে। স্বভাবতই মাতার ভাবনা কন্যা কবে ফিরবে। পিতৃগৃহে কন্যার ফেরা উপলক্ষ্যে মেনকা সদাই ভাবিত, ব্যস্ত। পিতৃগৃহে কন্যার ফিরে আসা উপলক্ষ্যে মাতার ব্যাকুলতা যে গানে প্রাধান্য পেয়েছে তাই আগমনি গান।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

7076398606, 6295916282

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore